একটা ভালো ফটো স্লাইড শো মেকার দরকার। প্লিজ কেউ হেল্পান।

আসসালামু আলাইকুম।

আমার একটা স্লাইড শো মেকার দরকার, খুব আরজেন্ট। যেটা দিয়ে ফটো গুলা দিয়ে স্লাইড শো করা যায়।

অবশ্যই ভিডিও ফরম্যাট এ স্লাইড শো, যেন আমি ওইটা কনভার্ট করে মোবাইল বা অন্য যেকোনো ডিভাইস এ দেখতে পারি।

ফটো গুলা বিভিন্ন স্টাইল এ স্ক্রিন এ আসলে বিষয় গুলা আরও সুন্দর হয়।

আমি নেট ঘেঁটে কিছু সফট পেয়েছি, যাদের কোথাও না কোথাও দুর্বলতা আছে। যেমন, একটা দিয়ে স্লাইড শো মেক করা যায়, কিন্তু ফটো গুলা সুন্দর করে আসে না, ধাপ করে আসে, ধাপ করে চলে যায়। আবার আরেকটা শুধু ডিভিডি তে বার্ন করতে ব্যাবহার করা হয়, কোন ফরম্যাট করা যায় না।

তাই অনুগ্রহ পূর্বক আমাকে কেউ হেল্পান প্লিয। এইটা নিয়ে বড় বিপদে আছি 😛

আমার খুব তারাতারি দরকার বলে এটা সাহায্য বিভাগে দিতে পারলাম না, তাই দুঃখিত ।

আল্লাহ হাফিয। সবাই ভালো থাকবেন।

Level 0

আমি রো্বটিক সাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি সাওন। daffodil international university তে computer science and engineering এ পড়ছি। ভবিষ্যত পরিকল্পনা teacher হওয়া। দেশের জন্য কিছু করা। দেশ কে ভালবাসি। প্রযুক্তি কে ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you very much, vai 🙂