সাহায্যঃ Adsense এ signup করতে পারছি না

Adsense এ signup করতে গেলে  primary website চায়।কিন্তু আমার এখন পযর্ন্ত কোন primary website নাই। আমি  আমার ব্লগস্পটের জন্য  adsense account খুলতে চাই।তাই adsense এ account খুলতে পারছি না।অথচ অনেকেই সবাই নিজের ব্লগে adsense

আনছে।আমি কি করতে পারি ? টেকটিউনের বন্ধুদের কাছে পরামর্শ চাই।

layoutmon

Level 0

আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া ধন্যবাদ।আপনার টিউনটি দেখে আমি আবার চেস্টা করেছি।কিন্তু ব্লগ থেকে adsense খোলার ঐ অপশনটি আমি পেলাম না যা আপনি চিত্রে দেখিয়েছেন।
দয়া করে বিষয়টি চেক করে দেখবেন এবং আমাকে সমাধান দেবেন।ধন্যবাদ আপনাকে।

    Level New

    না হবার কোন কারনতো দেখছি না। Monetize দেখা যাচ্ছে কি?আপনি এক কাজ করুন,শাকিল ভাই যেই ব্লগার পেজের ছবি দিয়েছেন আপনার সেই পেজটির স্ক্রীণশটটি কষ্ট করে এখানে আপলোড করুন,উপরের ট্যাবসহ।অভিজ্ঞদের সমাধান দিতে সুবিধা হবে।

    হূমম তাইতো নিচেরটা না পাওয়ার কথা না আর Monetize ট্যাব থেকেও তো করা যায়

প্রথম চিত্রে আমি শাকিল ভাইয়ের দেখানো অপশনটি দেখালাম,দ্বিতীয় চিত্রে montize দেখালাম।এখন বলুন আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাদের।

Level New

আমারো একটা বাংলা ব্লগে একই সমস্যা।প্রথমে এডসেন্স ছিল,পরে তেমন কোন কারন ছাড়াই নাই হয়ে যায়,আমি ঐ সাইটে তেমন কোন কাজও করি নাই।এমনকি add a gadget লিস্টেও এডসেন্স নাই হয়ে গেছে। montize ও নাই হয়ে যায়,পরে amazon এডওন আসার পর থেকে montize আবার দেখা যাচ্ছে।কিন্তু ঐ সাইটটা দিয়েই আমার এডসেন্স একাউন্ট এপ্রুভ হয়েছিল।
কিছুই বুঝতেছিনা।কিন্তু একই ইমেইল আইডির অন্য ব্লগে সব ঠিক।১০০% একই স্ক্রীণশট হবে আমারটাও।কেউ আছেন প্লিজ

লগইন না করে পারলাম না এটার সমাধান দেয়ার জন্য

আপনারা সকলেই জানেন এডসেন্স বাংলা ব্লগের জন্য নয় তাই ব্লগারের বাংলা ভার্সনে লগইন করলে montize ট্যাব পাওয়া যায় না এডসেন্সের জন্য, নিচর এডসেন্স অপশনটিও পাওয়া যায় না এমনকি এড গেজেটেও থাকে না এডসেন্স অপশন।

ব্লগারের হোমপেজ থেকে ইংরেজী সিলেক্ট করে লগইন করুন এবার দেখুন সবই পাবেন। আর বাংলা ভার্সনে লগইন করলে এই অবস্থাই দেখবেন।

    Level New

    শাকিল ভাই আমার হয়নি। ইংরেজি করাই আছে। বলছিই তো এই ব্লগ দিয়েই শুরুতে গুগল আমার এডসেন্স এপ্রুভ করে(কিন্তু নিয়মানুযায়ী করার কথা না,বাংলার জন্য) বেশ কিছুদিন চলার পরে নাই হয়ে যায়।
    আচ্ছা যাই হোক,একটা প্রশ্ন-ধরেন আমার এই সাইট বা অন্য সাইট থেকে যদি কিছুদিন এডসেন্স চালায়ে পরে রিমুভ করে দিই তাহলে কি এডসেন্স একাউন্টে কোন সমস্যা হবে? কারন দেখা যায় অনেকসময় অনেক ব্লগ খুলে এডসেন্স লাগায়ে দেই পরে আর এসইও করা হয় না।

    না হবে না

    Level New

    Thanks Shakil bhaia,confirm korar jonno

ভাই ইংরেজী করেও adsense পাচ্ছি না।

আমি adsense এর জন্য এইমাত্র নতুন একটা ব্লগ খুলেছি।এখন ঐ অপশনগুলো পেয়েছি এবঙ apply করেছি ।তারা 48 ঘন্টা সময় চেয়েছে ।আমার ব্লগটা দেখে বলুন
adsense ঠিকমতো চালু হয়েছর কি না ( http://enter10bd.blogspot.com )। আমি কিভাবে বুঝবো যে adsense থেকে ইনকাম হচ্ছে ?
আপনাদের দুজনকেই অংসখ্য ধন্যবাদ।

    Level New

    হ্যা এডসেন্স চালু হয়েছে,এপ্রুভ হবার পর থেকে সঠিক এড পাবেন তার আগ পর্যন্ত পাবলিক সার্ভিস দেখাবে।
    আপনি আপনার ব্লগার এবং এডসেন্স দুই জায়গা থেকেই রিপোর্ট পাবেন ভিজিটর এবং আয়ের।
    তবে একটা মতামত-আপনার ব্লগের নাম ঠিক হয়নি,কেননা এইটা কোন কিছুকে বুঝাচ্ছে না।সুতরাং আপনার ব্লগের নাম দেখে অনেকে আগ্রহী নাও হতে পারে এবং গুগল সার্চ ইঞ্জিনও আপনার সাইটকে কিছুটা কম গুরুত্ব দিতে পারে ভবিষ্যতে,এই নামের কারনে।আমি আমার স্বল্প জ্ঞান থেকে বললাম।ভুল হলে কিছু মনে করবেন না।
    http://techtoday4u.blogspot.com/

    সাইটটা চমতকার হইসে।

সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ।আসলে adsense আসে কি না এটা দেখার জন্য তাড়াহুড়ে করে একটা নাম দিয়ে ফেলেছি।এট অবশ্যই আমার মূল ব্লগ হবে না।আমি যদি customize template ব্যবহার করি সেটা কি adsense এর জন্য problem হবে? একটা আইডি থেকে সর্বোচ্ছ কয়টা ব্লগ খুলতে পারবো?

    customize template ব্যবহার করলে সেটা adsense এর জন্য problem হবে না। একটা ব্লগস্পট আইডি থেকে সর্বোচ্চ ১০০ টা ব্লগ খুলতে পারবেন।