আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আমি এতদিন শুধু টিউন পড়েছি। আজকে একটা টিউন করতে হল। আজ আমি আপনাদের কাছে সাহায্য নিতে আসলাম। অভিজ্ঞ ভাইয়েরা দয়া করে আমাকে সাহায্য করবেন। আসলে আমি কিছু ইবুক লিখতে চাই। অবশ্যই টাকা রোজগার এর জন্যই। কিন্তু আমি বুজতে পারতেসিনা কিভাবে শুরু করব।
১ম প্রস্নঃ কোন কোন বিষয় নিয়ে আমি ইবুক লেখতে পারি? (কোন কোন ইবুক গুলু ক্রেতারা বেশী কিন্তে আগ্রহী?)
২য় প্রস্নঃ ইবুক লেখার নিয়ম ও ডিজাইন এর সম্পর্কে কথায় জানতে পারব?
৩য় প্রস্নঃ ইবুক লেখা শেষ হলে কথায় কথায় বিক্রি করতে পারব?
আমি আপনাদের সাহায্যের আসায় রইলাম। 😀
ধন্যবাদ! 🙄
আমি MD_Sawkat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Bangladeshi and I am Muslim..... Salam!