আসসালামুয়ালাইকুম। অনেক দিন পর আবার টেকটিউন্সে আসলাম। কেমন আসেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন? আজকের টিউন্স টা তে আমি কিছুই শিখাবো না। কিন্তু অনেক আশা করে পোষ্ট টা করতেছি। আমি জানি এক মাত্র এখানেই আমি আমার সমাধান পেতে পারি। যাই হোক, আমি Intel® Core™2 Quad Processor Q9650
(12M Cache, 3.00 GHz, 1333 MHz FSB) ব্যবহার করি। আমার পিসি তে GA-EP45T-UD3LR এই বোর্ড টা ছিল। দুর্ভাগ্যবশতঃ বোর্ড তা dead হয়ে গেছে। আমার পিসি টা এখন অচল হয়ে পরে আছে। বোর্ড পাচ্ছি না বলে পিসি টা চালাই তে পারতেছি না। এখানে অনেক বন্ধু আছে। দয়া করে আমাকে একটা বোর্ডের সন্ধান দিবেন আপনারা।
১। GA-X48T-DQ6
২। GA-EP45T-UD3LR
৩। GA-EP43T-UD3L
এই তিন মডেল এর বোর্ড যদি কারো খোজে থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন প্লিজ।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
just 01pcs mother board with my collection. contact -smart technologies BD ltd