মাই ডিয়ার ওয়েব ডিজা্ইনার এবং ডেভলোপার ভাই, আমি একটি ইকমার্স মানে কেনাবেচার সাইট বানাতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস দিয়ে। এব্যপারে আপনাদের সাহায্য চাই।
কোন উদার মনের ডেভরোপার ভাই কি আমাকে একটি সাইট বানিয়ে দিবেন ফ্রিতে। যারা পরেন তাদের বলছি হয়ত আপনার শ্রম ( সাহায্যের হাত) আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর।
যদি কেউ ফ্রিতে সাহায্য না করেন তবে এধরনের ভালো থীম ফ্রীতে কোথাও পাওয়া যায় কিনা জানাবেন। যদি যায় তাহলে কমেন্ট লিখে জানাবেন। সত্যই বড়ই উপকৃত হবো।
কত বড় বড় ওয়েব ডেভলোপার ভাইয়েরা এখানে টিউন লেখেন - ইচ্ছে করলেই তারা হয়ত করতে পারেন--!!!
কোন এক জায়গায় পড়ে ছিলাম--"যুদ্ধে কত মানুষের হাত পায়ে গুলি লাগার পরও তারা যুদ্ধ করেছিল, তোর তো মাত্র একটি লিগমেন্ট ছিড়ে গেছে; দৌড়া-- মাশরাফি বিন মোর্তজা।" এই লাইনটি আমার অনেক প্রেরণার। তাই আমিও দৌড়াতে চাই। চাই আপনার সৎ সাহায্য। ধন্যবাদ সবাইকে।
আমি Akto Alada। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।