Machine Readable Passport (MRP) করতে গিয়া দালালের ফাদে আটকা পরলাম!!!!!!!!!!!!!!!!!!!!!! দালাল কে টাকা দেওয়া ছাড়া পাসপোর্ট করা আজকাল প্রাই-ই অসম্বব! দালাল ছাড়া পাসপোর্ট করার জন্য আমার কিছু সাজেসান,আপনি দালালের হাত হতে বাছলে ও বাছতে পারেন! *** MRP Passport করার জন্য ৪ টা ধাপ। ০১। সোনালী ব্যাংক এর নির্ধারিত শাখাই ফি জমা দেওয়া।[৩০০০/৬০০০ টাকা(৩০/১৫ দিনের জন্য)] ০২। pre-enrolment অর্থাৎ data enry মানে ফর্ম এর সব data online a fill up করা। ০৩। Bio-enrollment অর্থাৎ আপনার finger print, picture, digital signaure নিবে। ০৪। Delivery Slip নিয়ে চলে আসবেন। এবার আসুন pre-enrollment নিজে নিজে কিভাবে করবেন। প্রথমে আপনি www.passport.gov.bd সাইটে গিয়া ফর্ম টা download করেন এবং ভালো করে PDF formate এ download করা ফর্মটা পরেন। তারপর অনলাইন ফর্ম টা ফিলাপ করেন। প্রথম পেজ ফিলাপ করার পর আপনার email এ একটা ID এবং Passpword পাটিয়ে দিবে। এরপর ২য় পেজে যান তা ফিলাপ করেন এবং save করে next দিয়ে ৩য় পেজে যান আবার save করেন। সাবধান submit button এ click করার আগে সব গুলে আবার ছেক করে দেখেন কারন submit করার পর আর change করতে পারবেন না। আবার submit এ click করার পর submit হলে একটা 4 page এর PDF form download হবে। download করা ফর্মতার print out করে নেন। তারপর এই ফর্মটার বাকি কাজ শেষ করেন, প্রয়োজনীয় document সহ নিয়ে পাসপোর্ট অফিস এ যান। ওইখানে গিয়ে দেখবেন দুই ধরনের লাইন দেখতে পাবেন। একটা লাইন হল pre-enrollment এর জন্য, অর্থাৎ এই লাইনে data entry নিবে। অপর লাইন এ Bio-enrollment এর কাজ হবে। আপনি সরাসরি গিয়ে bio-enrollment লাইন এ দাড়িয়ে যাবেন। কারন pre-enrollmet এর কাজ আপনি already আপনার PC তে করে ফেলেছেন। এখানে একটা কথা যারা data entry এর লাইন এ দাড়িয়ে আছে তাদের সবার ফর্ম এ দালাল চক্রের একটা সাইন থাকবে, এই সাইন না থাকলে data entry নেই না। আর data entry না হলে bio-enrollment করতে পারবেন না। তবে আপনার সমস্যা নাই যেহেতু আপনি already data entry এর কাজ সেরে ফেলেছেন। ************* এই একটা সাইন নেওয়ার জন্য দালান কে দিতে হবে ১৫০০-২০০০ টাকা। ********************** (এই টিউন টা চট্রগ্রাম Mansurabad branch, Passport office এর অভিজ্ঞতার আলোকে লেখা, অন্য branch এর ক্ষেত্রে আমি যানিনা)। bio-enrollmet হয়ে গেলে আপনাকে একটা delivery slip দিয়ে দিবে এখন আপনার কাজ শেষ। সতর্কতাঃ ০১। আপনি দালাল ছক্রের কারো সাথে কথা বলবেন না। কথা বললেই বলবে আপনার সব কিছুই ভুল, আর ও অনেক হাবিজাবে কথা বলবে। ০২। যারা তথ্য সরবরাহকারী আছে তারাও আপনাকে সঠিক তথ্য দিবে না যদি আপনার কাছে দালালের সাইন না থাকে। ৩। এখানে যারা পুলিশ আছে তারাও দালাল ছক্রের একটা অংশ। এই লেখাটা পড়ে যদি একজন ও দালাল ছাড়া পাসপোর্ট করতে পারে তবে আমার এই লেখাটার সার্থকতা হবে।
আমি mukther। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Bina takate sobkisu hobe taile? Thakurgaon e try korbo bt amar toh NID card nai.