Ajker Deal নিয়ে কিছু কথা

আশা করি সবাই ভালো আছেন। Ajkerdeal (www.ajkerdeal.com) নিয়ে কিছু কথা বলে চাচ্ছি। বেশ কিছু দিন আগে আমি পরীক্ষা জনিত কারণে ব্যস্ত থাকায়, TECHTUNES এ বিজ্ঞাপন দেখে ajkerdeal থেকে একটি mouse অর্ডার করি। বিজ্ঞাপনে mouse টির দামের উপর ১৫% ছাড়ের কথা উল্লেখ ছিল। বাজার মূল্য আমি জানতাম না । online এ ছবি দেখে choice করে ছিলাম। যাই হোক ওরা আমাকে ফোন দিয়ে বাসার ঠিকানায় চলে আসে। ছাড়ের পর mouse টির দাম ছিল ৩৮৫ টাকা। কিন্তু দেখে আমার মনে হয়েছিল দাম বেশি হলে ২৫০-২৬০ হবে। যেহেতু আমি মূল দাম জানতাম না এবং যাচাই করার সুযোগ ও ছিল না, তাই পছন্দ না হওয়া স্বত্বেও মূল্য পরিশোধ করে আমি mouse টি রেখে দিই। পরে বাজারে যাচাই করে দেখলাম যে দাম ২৮০ টাকা। তার মানে ১৫% কমিশন দেয়ার পর ও ajkerdeal আমার কাছ থেকে ১০৫ টাকা বেশি নিল। প্রথমে ভেবে ছিলাম আরও অর্ডার দিবো, কিন্তু আর সাহস পাই নি। এদের business policy টা  আসলে কী??? আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানতে পারব আশা করি।

Level 0

আমি masudhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni market theke na kine, order korln kno??? r ora phone dise, basay gese,!! vhada lagche na,!!?? tai mone hoi ato dm

    Level 0

    @aminur_rosul: ওরা এও বলেছিল যে কোন ধরনের সার্ভিস চার্জ নেই 🙁

আমার ও সেম কাহিনি। হুডী কিন্সিলাম ১ টা শীতের জন্নে। বাসায় দেওয়ার পর পরে মনে হল আমি বাঁশ খাইসি। আমাকে ১৭% অফ দিয়ে ৯৯৯ টাকায় দিসে। কিন্তু সবাই বলল এটা ফার্মগেট আ পাওয়া যায়। দাম বর যোর ৩০০ কি ৪০০ টাকা হবে। আর কিছু কিনব না । ওদের কাছ থেকে

আরে ভাই, এটা তো বাংলাদেশ।

আমাকে বাচালেন ভাই।আমি একটা ইন্টারনেট সিকিউরিটি কিনতে যাচ্ছিলাম ওখান থেকে।

    Level 0

    @Iron maiden: দরকার নাই। পা চালিয়ে চলে যান বাজারে। বিশ্বাস করবেন তো ঠকবেন।

Level 2

আমি Ajkerdeal থাকে 3D + Movi কিনলাম 550 tk দিয়ে, পরে দেকলাম 3D glass টা ভালো না। মুভি গুলা copy right করা। Ajkerdeal সব টা থক।

Level 0

vi ami akta watch(ghori) order korshe…….@520…….
pament advance korche bkash diea……
amar bari bagerhat……..
ami ata kevabe pabo???& kotodin lagba…..janina…

    Level 0

    @mamun009: payment করে ফেলেছেন। এখন জিনিস বুঝে নেবার দায়িত্ব আপনার। আর payment না করলে ওরাই দিনে তিন বার আপনাকে ফোন করে জ্বালাত।