আশা করি সবাই ভালো আছেন। Ajkerdeal (www.ajkerdeal.com) নিয়ে কিছু কথা বলে চাচ্ছি। বেশ কিছু দিন আগে আমি পরীক্ষা জনিত কারণে ব্যস্ত থাকায়, TECHTUNES এ বিজ্ঞাপন দেখে ajkerdeal থেকে একটি mouse অর্ডার করি। বিজ্ঞাপনে mouse টির দামের উপর ১৫% ছাড়ের কথা উল্লেখ ছিল। বাজার মূল্য আমি জানতাম না । online এ ছবি দেখে choice করে ছিলাম। যাই হোক ওরা আমাকে ফোন দিয়ে বাসার ঠিকানায় চলে আসে। ছাড়ের পর mouse টির দাম ছিল ৩৮৫ টাকা। কিন্তু দেখে আমার মনে হয়েছিল দাম বেশি হলে ২৫০-২৬০ হবে। যেহেতু আমি মূল দাম জানতাম না এবং যাচাই করার সুযোগ ও ছিল না, তাই পছন্দ না হওয়া স্বত্বেও মূল্য পরিশোধ করে আমি mouse টি রেখে দিই। পরে বাজারে যাচাই করে দেখলাম যে দাম ২৮০ টাকা। তার মানে ১৫% কমিশন দেয়ার পর ও ajkerdeal আমার কাছ থেকে ১০৫ টাকা বেশি নিল। প্রথমে ভেবে ছিলাম আরও অর্ডার দিবো, কিন্তু আর সাহস পাই নি। এদের business policy টা আসলে কী??? আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানতে পারব আশা করি।
আমি masudhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apni market theke na kine, order korln kno??? r ora phone dise, basay gese,!! vhada lagche na,!!?? tai mone hoi ato dm