সবাইকে শুভ সকাল । আমি sony xperia sola (MT27i) ব্যাবহার করছি । package use করছি gp র p6 . কিন্তু সেট থেকে ল্যাপটপ এ ইন্টার নেট ইউস করতে পারছি না । ইউএসবি কেব্ল দিয়ে কানেক্ট করলে বা পোর্টেবল হটস্পট অন করলে কানেক্ট হয় , বাট নেট এ ঢুকতে পারা জায় না । auto troubleshoot দিলে বলে DNS server failed . দয়া করে কেউ যদি সমাধান দিতেন খুব উপকার হত ।
আমি novice। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ঠিক অনুরুপ সমস্যার ভুক্তভোগি । আমি সনি এক্সপেরিয়া রে ব্যাবহার করি । ইউ এস বি এবং ওয়াই ফাই দুই টেথার এই অনুরুপ সমস্যা হয়। তবে ওয়ার্কএরাউন্ড হিসেবে আমি আল্ট্রাসার্ফ ব্যাবহার করে প্রক্সি এবং ডি এন এস চেঞ্জ করে নেই। তবে এটা আমার জন্য ঝুকিপুর্ন কারন আমি মানিবুকার্স , ওডেক্স এই সমস্ত সাইটে আইডি ভেরিফিকেশন না করে ঘুরাঘুরি করি । এখন ভেরিফিকেশন চাইলে ভেরিফাই করার মত কিছুই আমার কাছে নেই । কিন্তু সমস্যা টা যে কেন হচ্ছে এখোনো ধরতে পারি নাই 🙁