উইন্ডোজ ৮ এর ২ টা সমস্যা। এক্সপার্টদের সাহায্য কামনা করছি।

আমি সম্প্রতি উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ৮ সেটআপ দিয়েছি। উইন্ডোজ ৮ সেটআপ দেবার পর আমার বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে যেগুলো উইন্ডোজ ৭ এ ছিল না। নিচে আমার সমস্যা গুলোর স্কিন শট দিলাম।

 

যেমন আমি কোডাক এর ক্যামেরা ব্যবহার করি। উইন্ডোজ ৭ কোডাক এর সফট সেটআপ দিয়ে ক্যামেরা পিসির সাথে কানেক্ট করে সব কাজ করতাম। কিন্তু উইন্ডোজ ৮ এ ক্যামেরা সফট সেটআপ দিতে গেলে নিচের error ম্যাসেজ দেয়...

 

এছারা আমি VODAPHONE এর মডেম ব্যবহার করি। মডেম সেটআপ দিলে সেটআপ নেয়। কিন্তু সবকিছু ওকে করে কানেক্ট এ ক্লিক করলে নচের error ম্যাসেজ দিয়ে প্রোগ্রাম ক্লোজ হয়ে যায়।

আমার Net Framework Setup দেয়া আছে। আমি খুব সমস্যায় মদ্ধে আছি।  কেউ কি এর সমাধান জানেন? জানালে খুব উপকৃত হব। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Compatibility mood try koreesn?