আল্লাহ মহান
বিষয়ঃএসইও সর্ম্পকে তারিখঃ০১/১০/১১
প্রিয়,ইউনুস ভাই
আসসালামু আলাইকুম।আশাহীন পৃথিবীতে ভাষাহীন কিবোর্ড নিয়ে techtune পাতার বুক চিরে আপনার কাছে লিখতে বসেছি।আমি মোঃএমরানুল হক (রিংকু)।আশা করি আল্লাহর সিমাহীন মেহেরবানীতে ভাল্ই আছেন আপনি।দোয়া করি সর্বদা যেন ভাল থাকেন।আমিও ভাল আছি কিন্তু একটু মন খারাপ,কেননা আপনার মত বড় ভাই থাকতে ছোট্র ভাইয়েরা এসইও সর্ম্পকে বিস্তারিত জানেত পারছেনা।আমি জানি যে, আপনি খুব চেষ্টা করছেন এসইও এর নলেজ টা সবার কাছে পৌছে দিতে। পৃথিবীতে নলেজ দ্বান করার মত এত বড় মহত কাজ আর কি হতে পারে।আপনাদের প্রোগ্রাম দেখছি এবং মুগ্ধ হয়েছি,আগে কখনো এধরনের প্রোগ্রাম দেখিনী।আসলে সবচাইতে ভাগ্যের বিষয় এই যে,আপনাদের কাছ থেকে কিছু শিখেত পারবো।আপনি নিশ্চয় জানেন যে,পৃথিবীতে মানুষ মানুষের সাহায্য ছাড়া সামনে আগানো ততটা সম্ভব নয়।তাই আপনাদের সাহায্য একান্ত প্রোয়োজন,দয়া করে যদি এই ছোট্র ভাইটির দিকে একটু দৃষ্টি ফেরাতেন তো সারা জীবন বাধিত থাকতাম।আমি বিশ্বাস করি, পৃথিবীতে এখনো যদি ভাল মানুষ থাকে তার মদ্ধ্যে আপনী ও । কিছু মনে নেবেন না ,বর্তমান পেক্ষাপট থেকে ধারনাটা করেছি।ছোট্র ভাইটির জীবন সুন্দর করতে একটু সুযোগ দিন।
/////////////////////////এসাইও বিষয়ে আমার কিছু প্রশ্ন সকলের পক্ষ থেকে করা হলো///////////////////////////////
৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳*************৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳#######৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳
*******১.সাবডোমেইন কি?/কিভাবে তৈরি করতে হয়?
*******২.search engine এ সাইট সাবমিট কি?/কিভাবে করতে হয়?
*******৩.সাইট রিভিউ করা কি?/কিভাবে করতে হয়?
*******৪.html ও url এর সর্ম্পকে বলুন দয়া করে?
*******৫. ওয়েব ডিরেক্টরিতে সাইট সাবমিট কি?/কিভাবে করতে হয়?
*******৬.পেইজ c.t.r কি?
*******৭.alxa rank কি?/কেন প্রোয়োজন?
********৮. ওয়েব সাইট তৈরির পর ১ম কাজ কি?
*******৯.ব্লাক হ্যাট এসইও কি?
*******১০.ফ্রিডোমেইন কি google,yahoo,bing সাবমিট করা য়ায়?/গেলে কিভাবে করবো?/index & submite
কি একাই বিষয়?
%%%%%%%%%%%আপনার সামনের দিন গুলো সুন্দর হোক এই প্রত্যাশা%%%%%%%%%%%
মোঃএমরানুল হক (রিংকূ)
পুলিশ লাইন কলেজ,কুষ্টিয়া
মোবাঃ০১৭২২-৮৩২৪৬৭
আমি rinku emran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। সাবডোমেইন কি?/কিভাবে তৈরি করতে হয়?
উত্তরঃ মূল ডোমেইন এর অধিনে যে ডোমেইন তৈরী করা হয় তাকে সাব ডোমেইন বলে। যেমনঃ helpfulhub.com এটি মূল ডোমেইন। এখন এর অধিনে যদি blog নামে একটি সাব ডোমেইন তৈরী করতে চাই তাহলে হবে blog.helpfulhub.com । সি-প্যানেল এ ঢুকে সাব ডোমেইন মেনুতে গিয়ে সাব ডোমেইন তৈরী করতে হয়।
সময়ের অভাবে সব গুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম না তবে আপনাদের মতন আগ্রহী মানুষদের জন্য সম্পুর্ন বাংলায় প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট হেল্পফুল হাব তো আছেই। http://helpfulhub.com সম্ভব হলে এখানে একটি একটি করে আপনার যত প্রশ্ন রয়েছে সব করবেন। নিশ্চয় ভালো ভালো উত্তর পেয়ে যাবেন।