আমি একটা ব্লগিং সাইট তৈরি করার জন্য ডোমেইন খুজছি।
তবে মাস্টারকার্ড বা কোণ অনলাইন ব্যাংকে টাকা নাই, তাই সরাসরি দেশী কোন সাইটা থেকে কিনতে চাই।
টিউনারদের কাছে জানতে চাই, বর্তমানে কোন সাইট টি ডোমেইনের ক্ষেত্রে ভালো সার্ভিস দিচ্ছে।
কয়েকটি সাইট দেখেছি, বিভিন্ন টিউনেও পড়েছি। যেমন ইকরা, হোস্টমাইট, সোচিপহোস্ট ইত্যাদি সাইট ভাল সার্ভিস দেয়।
কিন্তু এসকল সাইটে কি ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল দেয় কিনা, পরবর্তিতে ডোমেইন ট্রান্সফার করা যাবে কিনা, DNS পরিবর্তন করা যায় কিনা, ইত্যাদি জানা নেই।
কোন টিউনমাস্টার আমাকে এই তথ্যগুলো দিলে কৃতজ্ঞ থাকব।
আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।
Hostmight নিতে পারেন। ওদের সার্ভিস আর সার্ভার এর গতি মোটামোটি ভালোই। তবে সবচেয়ে ভালো সার্ভিস দেয় Cheapname আর godaddy. সম্ভব হলে ওদের থেকে কেনার চেষ্টা করবেন।