ডোমেইন কেনার সবচে ভাল দেশি সাইট…

আমি একটা ব্লগিং সাইট তৈরি করার জন্য ডোমেইন খুজছি।
তবে মাস্টারকার্ড বা কোণ অনলাইন ব্যাংকে টাকা নাই, তাই সরাসরি দেশী কোন সাইটা থেকে কিনতে চাই।
টিউনারদের কাছে জানতে চাই, বর্তমানে কোন সাইট টি ডোমেইনের ক্ষেত্রে ভালো সার্ভিস দিচ্ছে।
কয়েকটি সাইট দেখেছি, বিভিন্ন টিউনেও পড়েছি। যেমন ইকরা, হোস্টমাইট, সোচিপহোস্ট ইত্যাদি সাইট ভাল সার্ভিস দেয়।
কিন্তু এসকল সাইটে কি ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল দেয় কিনা, পরবর্তিতে ডোমেইন ট্রান্সফার করা যাবে কিনা, DNS পরিবর্তন করা যায় কিনা, ইত্যাদি জানা নেই।
কোন টিউনমাস্টার আমাকে এই তথ্যগুলো দিলে কৃতজ্ঞ থাকব।

Level 2

আমি rabiul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ রবিউল ইসলাম। একজন তালিবুল ইলম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hostmight নিতে পারেন। ওদের সার্ভিস আর সার্ভার এর গতি মোটামোটি ভালোই। তবে সবচেয়ে ভালো সার্ভিস দেয় Cheapname আর godaddy. সম্ভব হলে ওদের থেকে কেনার চেষ্টা করবেন।

    Level 2

    @BotMaster:
    হোস্টমাইট কি ডোমেইনে ফুল কোন্ট্রোল প্যনেল দেয় ?
    অর্থাৎ আমি কি পরে ডোমেইনটি ট্রান্সফার করতে পারব কিনা .

amader site dekte paren. amar 500 taka full domain service dissi ………….
http://www.itsolutionbd.net

    Level 2

    @http://www.itsolutionbd.net:
    আপ্ড্মনারা কি ডোমেইনের ফুল কোন্ট্রোল প্যনেল দেন ?
    অর্থাৎ আমি কি পরে ডোমেইনটি ট্রান্সফার করতে পারব কিনা .

আমি http://domain.cronygroup.com থেকে নিয়েছি। ফুল কন্ট্রোল আছে। HostMight এর ও একই কন্ট্রোল প্যানেল। উপরের দুটি কম্পানি এ আপনি ফুল কন্ট্রোল সহ – ডোমেইন ট্রান্সফার সুবিধা পাবেন। Hostmight থেকে নিন কারন তারা এখন ডোমেইন এর প্রাইস কমিয়েছে প্রথম বছরের জন্য।

Level 0

আমি কিছু দিন আগে http://domain.cronygroup.com থেকে নিয়েছি। ফুল কন্ট্রোল আছে। নাজমুস সাকিব ভাই আমাকে ডোমেইন সেটআপ করতে সহায়তা করেছিল।পেমেন্ট Bkash অথবা ব্রাক ব্যাংক । আমার সাইট http://www.newspaper-bangla.com/

@rbcor
ha, amra full cpanel dei. apni domain ট্রান্সফার korte parben. amader domain price 500 taka r আনলিমিটেড ব্যান্ডউইথ, সাবডোমেইন, ইমেইল ও ডাটাবেজ সহ ১ জিবি হোস্টিং ৫০০ টাকা, ৫ জিবি হোস্টিং ১৫০০ টাকা, ১০ জিবি হোস্টিং ২৫০০ টাকা, ৫০ জিবি হোস্টিং ৩৫০০ টাকা এবং আনলিমিটেড হোস্টিং দিচ্ছে মাত্র ৫০০০ টাকায়।
Linux Hosting Uk Server থাকছে ৯৯.৯৯% আপটাইম গ্যারান্টি।

হোস্ট সিএমটি (HostCmt) থেকে নিতে পারেন এদের সার্ভিস ও ভালো। আমি ২ বসরের মতো ব্যাবহার করছি এদের সার্ভিস
http://www.hostcmt.com