ফ্রি ইন্টারনেট নিয়ে পোস্ট করা নিষিদ্ধ হল কবে থিকে? ৪ ঘণ্টা ধরে একটা পোস্ট লিখলাম, ৪ মিনিট না হতেই ডিলিট করে দিলেন... কোন কিছু না জানিয়েই। এমন ছোটলোকের মত আচরণের কোন মানে হয়!? আচ্ছা করছেন ভাল করছেন, দয়া করে আর একটা কাজ করেন। আমার টিউনার অ্যাকাউন্ট টা ডিলিট করে দেন। এরকম ভেড়ার মত আচরণ করার পরে আর এমন সাইটে আমার নামের কিছু রাখতে চাই না। আপনারা অনেক vip, ৭০ লাখ vip'র মাঝে আমার মত ছোট মানুষের কোন কাজ নাই। আমার টিউনার প্রোফাইল https://www.techtunes.io/tuner/ibelalh
আমি Howard Robles। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।
আপনার টিউন সংক্রান্ত কোন অভিযোগ থাকলে টেকটিউনস ডেস্ক এ যোগাযোগ করুন।
টেকটিউনস মডারেটর ভাইয়ের উদ্দেশ্য বলছি,,,,,,আমার মতে আপনাদের টিউন ডিলিট করার দায়িত্বটা ভিজিটরদের হাতে দেওয়া উচিত।তারাই সীধান্ত নিবে টিউনটি আসলেও স্পার্ম না নীতিমালা ভঙ্গ করেছে এজন্য dislike button এড করেন।অযথা কষ্ট করে লেখা টিউন ডিলিট করবেন না।কারন টেকটিউন টা আপনার হলেও আজ এখানে এসেছে আমাদের মত সাধারনদের দারা।
ভাইয়েরা রাগারাগি করিয়েন না…টেকটিউন বাংলা তথ্য প্রযুক্তির জগতে একটি মাইলফলক…আমার মনে হয় টেকটিউন সকলের সহযোগিতাই কামনা করে…আসুন আমরা সকলে রাগ! ঝেরে একই পরিবারভুক্ত হয়ে টেকটিউনের সাথে যুক্ত থেকে সামনের দিকে এগিয়ে চলি এবং ‘আমার সোনার বাংলাকে’ সমৃদ্ধ করি।
@সায়েফ শাহিন: আচ্ছা তাই নাকি! তা ভাই কি আর করব, সবাই কি আপনার মত সাধু বাঙালি। ভাই নিশ্চয়ই আজ পর্যন্ত কোনদিন কোন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেননি, তাই না? বাংলা/হিন্দি গানগুলোও মনে হয় itunes থেকে কিনে কিনে শুনেন বুঝি? দুঃখিত ভাই, আপনার মত দুধে ধোয়া লোকদের জন্য আমি লিখিনি। লেখেছি আমার মত সাধারণ বাঙ্গালীদের জন্য 🙂
জোর যার মুল্লোক তার, এটাই সত্যি রে ভাই…:(