কাজটা কি শুধু ডিলিট মারা!একটু পোস্টটা পড়ুন ।

tectunes.com.bd অনেক জনপ্রিয় এটা সবাই জানি ।কারন এখানে নিয়মিত প্রায় সব সময় নতুন নতুন বিষয়ের পোস্ট পাওয়া যায়।
এটার জনপ্রিয় হবার পেছনে বড় ভুমিকা পালন করে আমাদের মত ব্লগাররা ।
আমরা অনেক কষ্ট করে পোস্ট গুলো লিখি ।
অথচ মান সম্মত পোস্ট হয়নি অজুহাতে অনেক মৌলিক পোস্ট ডিলিট করা হয় ।আমি আমরা সব ভুগতোভোগী ব্লগাররা এর জবাব চাই।মানসম্মত পোস্ট কি?কি বুজেন ।আল্লাই মালুম ।
অথচ একই বিষয়ে একই রকম পোস্ট নিত্য নতুন হচ্ছে ।
এমন হলে এর জনপ্রিয়তা দিন দিন কমে যাবে ।
আমরা ব্লগাররা techtunes.io এর ভালই চাই ।
আর এ জন্যই এই পোস্ট।

এরকম হলে আমাদের মধ্যে এমন ব্লগাররাও আছেন যারা এর প্রতিপক্ষ সাইট তৈরি করতে সক্ষম ।

আশা করছি এটাও দেখা মাত্র ডিলিট হবে ।

techtunes.io
এর মঙ্গল কামনায় ।

Level 0

আমি banglarchele। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আমার সম্পর্কে ভালভাবে জানি । জানি আমাকে অনেক পথ পারি দিতে হবে ,অনেক জানতে হবে,অনেক লড়তে হবে,অনেক পরিশ্রম করতে হবে সব ঐ স্বপ্ন পূরণের জন্য যা আমাকে এতটা পথ তাড়িয়ে এনেছে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bai,,,,,,amper satha ami 100000% akmot.

Level 0

ri8…

১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

https://www.techtunes.io/tuner/banglarchele
আপনার অন্য টিউনগুলো মানসম্মত হওয়ার কারণে মুছে ফেলা হয়নি। কিন্তু গানের সাইটের তালিকার নামে একাধিক টিউন করেছেন যেগুলো গুগলে সার্চ করেই পাওয়া সম্ভব।মানসম্মত টিউন করুন। কপি পেস্ট টিউনের চেয়ে সৃজনশীল টিউন করুন।

    @টেকটিউনস মডারেটর: আচ্ছা, তো আমাকে মুছে ফেলতে সমস্যা টা কোথায়? আপনাদের উপর সত্যিই এমন অরুচি এসেছে যে ‘টেকটিউনস’ শব্দটার প্রতিই বিরক্তি চলে আসছে।

    গালাগালি করে আমার অভ্যাস নাই, তাই হয়ত আপনাদের মাথা গরম করে তুলতে অনেক সময় নিচ্ছি। আশা করি আমার অ্যাকাউন্ট টা ডিলিট করতে এই অনুরধ টাই যথেষ্ট হবে।

ধন্যবাদ মনে হচ্ছে আজ নোবেল প্রাইজ পাওয়ার মত আনন্দ হচ্ছে ।আমি আমার জবাব পেয়েছি । আমি মানসম্মত পোস্ট করতে সচেষ্ট থাকবো ।আপনি ভাল থাকবেন ।

টেকটিউন মডারেটর ভাই সকল আপনাদের নিশ্চয় অতিত মনে আছে একদিন আপনারা হয়ত এই কোয়ালিটি হিন টিউনারদের কোয়ালিটি সম্পন্ন টিউন দিয়েই আজ আপনারা বেতন দিয়ে টিউন ডিলিট করার জন্য স্টাফ রাখতে পারছেন। একটা প্রবাদ আছে বেশী বাড়লে ঝড়ে ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে।
ধন্যবাদ—-