tectunes.com.bd অনেক জনপ্রিয় এটা সবাই জানি ।কারন এখানে নিয়মিত প্রায় সব সময় নতুন নতুন বিষয়ের পোস্ট পাওয়া যায়।
এটার জনপ্রিয় হবার পেছনে বড় ভুমিকা পালন করে আমাদের মত ব্লগাররা ।
আমরা অনেক কষ্ট করে পোস্ট গুলো লিখি ।
অথচ মান সম্মত পোস্ট হয়নি অজুহাতে অনেক মৌলিক পোস্ট ডিলিট করা হয় ।আমি আমরা সব ভুগতোভোগী ব্লগাররা এর জবাব চাই।মানসম্মত পোস্ট কি?কি বুজেন ।আল্লাই মালুম ।
অথচ একই বিষয়ে একই রকম পোস্ট নিত্য নতুন হচ্ছে ।
এমন হলে এর জনপ্রিয়তা দিন দিন কমে যাবে ।
আমরা ব্লগাররা techtunes.io এর ভালই চাই ।
আর এ জন্যই এই পোস্ট।
এরকম হলে আমাদের মধ্যে এমন ব্লগাররাও আছেন যারা এর প্রতিপক্ষ সাইট তৈরি করতে সক্ষম ।
আশা করছি এটাও দেখা মাত্র ডিলিট হবে ।
techtunes.io
এর মঙ্গল কামনায় ।
আমি banglarchele। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আমার সম্পর্কে ভালভাবে জানি । জানি আমাকে অনেক পথ পারি দিতে হবে ,অনেক জানতে হবে,অনেক লড়তে হবে,অনেক পরিশ্রম করতে হবে সব ঐ স্বপ্ন পূরণের জন্য যা আমাকে এতটা পথ তাড়িয়ে এনেছে ।
bai,,,,,,amper satha ami 100000% akmot.