সাহায্য চাই blogspot এ কিভাবে Register ফরম আনবো সকল এবং কিভাবে সবাই টিউন করতে পারবে???

আমি কিভাবে blogspot Register ফরম আনবো? যে আমি একটি ব্লগ খুলেছি এতে  প্রথম পাতা থেকে শুরু করে সব এড করেছি কিন্তু আমার সাইটে আমি এডমিন ছাড়া আন্যরা

 

করবে কি করে এবং পোষ্ট লিখবে কিভাবে???আর blogspot ছাড়া কোথায় ব্লগ বানাব ? আমাদের টেকটিউনস ব্লগ কী দিয়ে বানানো??

দয়া করে সাহায্য করবেন। কাউকে শেখালে শিক্ষা বাড়ে ধন্যবাদ

Level 0

আমি rinku emran। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

techtunes ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো । আপনি ব্লগস্পট দিয়ে বানাতে পারেন ফ্রীতে । ওয়ার্ডপ্রেস ফ্রীতে বানালে সমস্যার শেষ থাকবে না । আর ব্লগস্পটে সবাই টিউন করতে পারা অপসান করা যাবে ।
ইমেইল দেন ।

আমারও জানা দরকার। কেউ পারলে টিউন করেন

Level 0

please more helps

Level 0

How can I create a registration page on Blogger?

We have a blog set up on Blogger for an upcoming event. I am trying to find if we could create a registration page which enables people to express their interest by sending us their name and information through a form. Anyone knows of a plugin that can be used on Blogger for this purpose?

Level New

আপনি কখনোই এটা করতে পারবেন না। ব্লগারে এটা সাপোর্ট করে না। তবে এটার কাছা কাছি একটা বিকল্প উপাই আছে। http://helpfulhub.com/149 এখানে দেখুন। আপনি অন্য ব্লগারদের কে লেখার পারমিশান দিতে পারেন। তা হলেই তারা পারবে।

    Level 2

    @Helpful Hub: সহমত।
    ব্লগারে রাইটার ইনভাইট করে লেখার অনুমতি দেয়া যায়। প্রয়োজনে এডমিনও করা যায়।

Level 0

@Kamrul Cox: ভাইয়া আপনি ঠিকে বলেছেন । তবে আমার মনে হয় rinkuemran ভাইয়া বোঝাতে চেয়েছেন যে, ওনার সাইটের ভিজিটর দের যদি কেউ উক্ত সাইটে নিবন্ধন করে লিখতে চায় সে ক্ষেত্রে একটি Register ফর্ম ওনার দরকার। আর কোন ভিজিটর আপনার সাইটে লিখতে চায় তা তো আর আপনি বুঝতে পারবেন না তা হলে ইনভাইট করবেন কাকে। উপায় আছে প্রথমে আপনার গুগল ডক্স থেকে http://amargaibandha.blogspot.com/p/blog-page_4872.html এই রকম একটি ফর্ম তৈরি করুন। তার পর উক্ত ফর্ম টির embed code টি আপনার সাইটে বসান । যখন কেউ Register ফর্ম পুরন করবে তখন আপনার গুগল ডক্স এ এক্সেল সিটে তার পুরন করা তথ্য দেখতে পাবেন । ওখান থেকে তার মেইল আইডিটা নিয়ে আপনার ব্লগে লেখার জন্য ইনভাইট করুন । ব্যাস তার মেইলে একটি লিঙ্ক চলে যাবে । উক্ত লিঙ্ককে ক্লিক করলেই সে লেখার অনুমতি পাবে । আর একটি কথা যিনি আপনার ব্লগে লিখবেন তাকে লেখার জন্য ব্লগার ডট কমে লগ ইন করতে হবে । আর ব্লগারে লগ ইন করলে সে আপনার সাইট টি দেখতে পাবেন । উক্ত ব্যক্তি শুধুমাত্র আপনার ব্লগে লিখতে ও তার লেখা ইডিট করতে পারবেন । আপনি নিশ্চয় উক্ত ব্যক্তিকে এডমিন করে আপনার সাইট টিকে হারাতে চাইবেন না ।
কোন ত্রুটি থাকলে বলবেন । আর পারলে আমার ছোট্ট সাইট থেকে http://www.newspaper-bangla.com/ একবার উকি মেরে আসতে পারেন।