সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে একটি সাহায্য চাই। ঢাকাতে আমার কর্মস্থলে এক সহকর্মীকে দেখেছিলাম যে তার একটি এক্সেল ফাইল প্রতিদিন অটোমেটিক ভাই ব্যাকআপ নেয়। তাকে আমি অনুরোধ করেছিলাম আমাকে শিখানোর জন্য কিন্তু দুঃখজনক হল সে তা আমাকে শিখায়নি। যাই হোক আশাকরি টেকটিউনসের মাধ্যমে এখন তা শিখতে পারবো। গুগুল মামাকে দিয়ে সার্চ করেছিলাম কিন্তু আমার চাহিদা মত কিছু্ পেলামনা। তবে এক জায়গাতে একটা টিপস পেলাম কিন্তু আমার মত মুর্খ তা বুঝতে পারলাম না। সেটা আমি নিচে দিয়ে দিলাম যদি কেউ সহজ করে সামাধান দেন তাহলে উপকৃত হব।
Step 1:
create a file MyBackUp.vbs
Open this file in Notepad and paste and save the below code
'Code Start
'================================
'kc - VBScript for creating backup file
Dim FSO
Dim strSource
Dim strDest
strSource="C:\\KC\\ABC Ltd.xls"
' change the above 'C:\\KC' to your actual file folder location
strDest="C:\\KC\\Backup of ABC Ltd_" _
& year(Now()) & Lpad(month(Now())) & Lpad(day(Now())) &".xls"
'change the above 'C:\\KC' to your required destination location
Set FSO = CreateObject("Scripting.FileSystemObject")
FSO.CopyFile strSource, strDest
Function Lpad (MyValue)
Lpad=MyValue
if Len(MyValue)=1 then
Lpad="0" & MyValue
End If
End Function
'End of code
'==========================
Save the above file; lets say C:\KC\MyBackUp.vbs
Step 2: (to call this file automatically daily @ 5:00 PM)
*Go to Control panel
*Open 'Scheduled Tasks'
*Add Scheduled Tasks
*Next
*Browse
*select the C:\KC\MyBackUp.vbs file
*Daily
*Start Time: 5:00 PM and perform this task 'Every Day'
*provide your computer login username and password
*Finish
-Obviously the system should be running at 5:00PM
All the best!
আশাকরি টেকটিউনসের কোন হৃদয়বান এর সমাধান করে আমাকে সহ টেকটিউনসের সবাইকে উপকৃত করবে।
অপেক্ষায় রইলাম
আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন হৃদয়বান লোক নাই,!!