আমি এই পরিবারের এক অতি ছোট সদস্য। আমি এক সমস্যায় পড়েছি। আমার system এ windows service pack 3 আছে, কিন্তু আমার সমস্যা হল যে sound driver problem করছে? আমি একটি ইমেজ দিলাম। যদি কেউ এর সমাধান দিতে পারেন ত খুব ভাল হয়। কারন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারিনি। আমি sound driver হিসাবে sound max or realtech ব্যবহার করি। আমি অনেক বার ফরম্যাট করেছি কিন্তু কোনো সমাধান হয়নি। তাই সবার কাছে আমার অনুরোধ কেউ যদি এর সমাধান জেনে থাকেন আমাকে জানালে খুব উপকার হবে।
আর একটি problem হল system টি মাঝে মাঝে blue Screen error দেয় এবং system Restart হয়ে যায়। এটা কি কারনে হয় তা নিয়ে কেউ যদি ভালো করে একটি টিউন করেন মনে হয় আমার মত অনেকের উপকার হবে।
উত্তরের অপেক্ষায় থাকলাম।
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
motherboard-er cd theke sob driver install korun……..
r..blue screen hardware-er problem-er karone hoya thake….tai harddisk-er junk file and registry file clear rakun……….