সলভ । আমার পিসি কেনা সম্পর্কিত সমস্যার সমাধান আমি পেয়েছি ।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি । আসসালামু আলাইকুম । আমি মিজানুর রহমান । আমার পিসি কেনা নিয়ে সমস্যা ছিল । এখন আর নেই । আমার পিসি কনফিগারেশন ঠিক হয়ে গেছে । নিচে তা উল্লেখ করলাম । আমার প্রবলেম সলভ ।
Processor: 3rd Gen. Intel® core i3-3225 (3MB cache 3.3GHz, intel HD4000)
12,000
Mainboard : ASUS P8H77-M-LE

7,100
RAM: Twinoms DDR3 4GB 1600 BUS
1,800
H'D'D: 320GB Western Digital
3,400
Opt'D: ASUS DVD RW
1,700
Cashing: Delux ATX
2,000
Total_Cpu__28,000 । টেকটিউন্সের সবাইকে অভিনন্দন । এছাড়া শ্রদ্ধেয় মোঃ আসাদউল্লাহ আসাদ ভাই এবং জনাব মিনহাজুল হক শাওন ভাইকে অনেক অনেক ধন্যবাদ । কারন তারা আমার পিসি কেনার ব্যাপারে সবচাইতে বেশি সহযোগিতার হাত বাড়িয়েছিলেন । এছাড়া অন্যান্য ভাইয়েরা যেমন Saif_precio এবং অন্যরা কমেন্টের মাধ্যমে হেল্প করেছেন । আমি তাদের কাছে কৃতঙ্গ ও তাদের শুভকামনা করি । আমার জন্য সবাই দোয়া করবেন ।কোন ভূল হলে ক্ষমা করবেন । 

Level 0

আমি MD.Mizanur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার জন্য i3 ই যথেষ্ট ।

ঠিক ! সহমত মোহাম্মাদ আসাদুল্লাহ আসাদ ভাই ।

দুই আসাদুল্লাহ ভাইকেই ধন্যবাদ ।

Level New

i3 kinen problem nai but ghz ta ektu beshi niben. 3ghz er kom niyen na. hdisk 250gb niyen na.pore change korte hobe. hdisk Ninme 512 ar parle 1 tb niya nen. graphics card na kinle, jei motherboard e nen na keno built in Intel HD graphics neyar try koiren. er nicher quality gula valo na.

র‍্যাম 8GB 1600 BUS না নিয়ে, ২০০০ BUS বা ২২০০ BUS ও পাওয়া যায়। ওইগুলা নিলে আপনার পিসি দিগুন গতিতে চলবে।

উপরের সবার সাথে একমত।

@মিজানুর রাহমান, আমি কি আপনার টোটাল Budget টা জানতে পারি ? Monitor বাদে ?
I hope, I can give you a perfect suggestion on your budget 🙂 Let me know duh !

@Mízu ΛΉMΣD:ধন্যবাদ । আমার শুধু CPU এর বাজেট 28,500 টাকা ।Graphics card & power supply কিনব না । আমার সিপিইউ তৈরিতে প্রধান সমস্যা হচ্ছে Procesor &Mainboar সিলেকসন । তবে আমি আমার টিউনে যে Processor & Mainboard গুলোর কথা বলেছি সেগুলোর মধ্যে কেনার ইচ্ছা । হার্ড ডিক্স ও র্যাম কম হলেও প্রসেসর ও মেইনবোর্ড ভাল চাই । আমি জানিনা যে i3 2nd or 3rd gen. কেমন শক্তি শালী কাজ করতে পারে । দু একটা উদাহরন দিলে ভাল বুঝতাম । এছাড় i5 & FX8120 এদের সম্পর্কেও কিছু জানাবেন আশাকরি ।

    @মোহাম্মাদ মিজানুর রহমান:

    Okay, 1st of all, don’t confuse yourselv 😀
    Here’s the Best Suggestion For Your New Rig.

    * Intel core i5 3470 3.2Ghz
    * Gigabyte B75M-D3H
    * Ram 2x2GB (Transcend) 1600Mhz

    বাকি টাকা দিয়ে Casing, Rom and Hard Disk
    But If You Wana Play High-End Games
    Definitly a Graphics Card and Powersupply Soon !
    r Powersupply Kinar age, ektu bujhe shune valo suggestion niye Kina uchit.

    Ami je Req. diyechi..Best on Ur budget 🙂 Dont miss it
    And DONT GO FOR AMD FX8120 Series, oi gulir theke i3 2100 Onek powerfull on Gaming & rENDERING

    er pore o confuse thakle..Do mail me – [email protected] 🙂

YOU CAN BUY AMD SERIES MOTHERBOARD WITH PROCESSOR (Bulldozer FX 8150 WITH GA-990FXA-UD3) PLAY ANY GAMES NO PROBLEM. TWINMOS BETTER THEN TRANSCEND BOTH ARE TAIWAN MADE IN

Level New

Intel 4000 built in graphics similar with Amd high quality graphics

আমিও কিছুদিন পর একটা পিসি কিনব । আমার পিসির কনফিগারেশন ঠিক হয়ে গেছে । নিচে দুইটা দিলাম । দেখেন কাজে লাগে কি না ?
@25,500 3rd gen i3
Processor:3rd Generation Intel® Core™ i3 3220 3.3GHz
>>>>>10,000
Mainboard : Gigabyte GA-B75M D3H LGA1155.
>>>>>>7,000
RAM: Twinoms/ Transcend DDR3 4GB 1600 BUS
>>>>>>1,700
H’D’D: 320GB
>>>>>>1,500
Opt’D: ASUS/Lithon 24x DVD RW
>>>>>>1,600
Cashing: Delux ATX
>>>>>1,700
>>>>>>25,500

এবং
@31,500 3rd gen i5
Processor:3rd Generation Intel® Core™ i5 3470 3.3GHz
>>>>>16,000
Mainboard : Gigabyte GA-B75M D3H LGA1155.
>>>>>>7,000
RAM: Twinoms/ Transcend DDR3 4GB 1600 BUS
>>>>>>1,700
H’D’D: 320GB
>>>>>>1,500
Opt’D: ASUS/Lithon 24x DVD RW
>>>>>>1,600
Cashing: Delux ATX
>>>>>1,700
>>>>>>31,500

sorry । হার্ড ডিক্স এর দাম 3,500 টাকা হবে । তাছাড়া মোট দাম ঠিকই আছে ।

আসাদ ভাইয়ের কনফিগারেশন চমৎকার, ওটাই রেকমেন্ড করছি। তবে
১। B75 এর চেয়ে H77 ভাল, কারণ এটার ফিচার বেশী + ইনটিগ্রেটেড জিপিইউ পাওয়ারফুল
২। হার্ডডিস্ক হিটাচি বা ওয়েস্টার্ন ডিজিটাল কিনুন।
৩। গ্রাফিক্স কার্ড ১.৫ বছর পর না কিনে এখনই কেনার ব্যবস্থা করুন, কারণ এটার ভ্যালু তুলতে পারবেন না লেট করলে।
৪। মেমরি ৪ জিবি যথেষ্ট। ৮ জিবি কিনে আপনি কখনোই পুরোটা ব্যবহার করতে পারবেন না যদিনা আপনার কয়েকটা মনিটর আর মাল্টিপল প্রোগ্রামিং চালাতে হয়।
৫। গ্রাফিক্স কার্ডের টাকা কম পড়লে ডিভিডি রম নাও কিনতে পারেন। এখন তো সব ইউএসবি দিয়েই কাজ চালানো যায়, আর ১৬ জিবি ইউএসবির দাম ডিভিডি রমের সমান।
৬। কোড আই থ্রি দিয়েই শুরু করুন।
৭। র‍্যাম নিয়ে চিন্তার কিছু নেই, এখন সবই লাইফ টাইম ওয়ারেন্টি। তবে কেনার সময় বায়োসে বাস স্পীড মিলিয়ে নিবেন। 🙂

    ধন্যবাদ মিনহাজুল হক শাওন ভাই । আর ভালই হলো এখানে কমেন্ট দিয়ে । নইলে আমিও তো B75 এর মাদার বোর্ড আর আট জিবি র্যামই নিতাম । আপনার সহযোগীতায় একটা ভূলের হাত থেকে বাচলাম । আর আমি থার্ড জেনারেশনের আই থ্রী 3220 অথবা আই ফাইভ 3470 এর সাথে H77 চীপসেটের বোর্ড নেব ইনশাআল্লাহ । আপনার টিউন গুলো পড়ে যা কিছু অর্জন করেছি তারই সাম্যন্য ফলসরূপ উপরের কনফিগারেশনটি @মিজানুর ভাইকে দিয়েছিলাম ।

      @মোঃ আসাদউল্লাহ আসাদ: হুম আসলে B75 ছাড়া হয়েছে ছোটখাট বিজনেস প্ল্যানের জন্য। B75 ও H77 এর তুলনামূলক চার্ট দেখা যাবে এই লিংকে

      আদতে দেখা যাচ্ছে B75 এ নতুন ফিচার যেমন এক্সটেনডেড প্লান, চুরি প্রোটেকশন আর অদরকারী PCI x1 এর সংখ্যা বাড়িয়ে লিস্ট ভারী করা হয়েছে। অথচ দাম একটু বেশী হলেও H77 চিপসেটে আছে ভাল গ্রাফিক্স ইউনিট, ডিভিআই আউটপুট (ভিডিও কুয়ালিটি ভিজিএ’র চেয়ে বেশী ভাল)। তাছাড়া H77 দিয়ে গ্রাফিক্স চিপ আর ডেডিকেটেড কার্ড দুটাই ডুয়াল মোডে চালানো যাবে।

মিজানুর ভাই । আপনি যেহেতু নতুন তাই আপনার উচিত্‍ আই থ্রী নেয়া । যদি আপনি গ্রাফিক্স কার্ড না কিনতে চান তাহলে আপনি intel core i3 3225 নিতে পারেন । এটাতে বিল্ট ইন intel HD4000 আছে । বাংলা দেশে অলরেডি এসেছে । দামটা তুলনা মূলকভাবে বেশি । 12400 টাকা ( http://pentacomputer.com/desktop-intel-cpu-c-184_186_382/intel-core-i3-3225-3-30ghz-3mb-lga1155-bx80637i33225-p-96203 ) । তবে যেহেতু কিছুদিন পরে কিনতে চাইছেন । (after 2-3 month) তখন এটি এভেলেবল হবে এবং দামটা প্রায় 11000 এর কাছাকাছি চলে আসবে । আর আপনিও অবশ্যই মিনহাজুল হক ভাইয়ের কথা গুলো খেয়াল রাখবেন আশাকরি ।

আসাদ ভাই এবং মিনহাজুল হক শাওন ভাইকে অসংখ্য ধন্যবাদ । আমি আপনাদের মতামত পেয়ে খুবই খুশী । আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই আমি একটি নতুন পিসি কিনব ইনশাআল্লাহ । এজন্য আমি আসাদ ভাইয়ের ২য় কনফিগারেশনটা বেছে নিলাম । আর মাদারবোর্ডটা মিনহাজুল হক ভাইয়ের পরামর্শে H77 চিপসেটের টাই নেব । আমার জন্য আপনারা দোয়া করবেন ।

@মিনহাজুল হক: ধন্যবাদ । ভাই আমি i3 দিয়েই শুরু করতে চাই । H77 নিতে চেয়েছিলাম i3 এর সাথে । কিন্তু এখন দেখছি এটি আমার বাজেটের অনেক বাইরে চলে যায় । এখন আমি i3 3225/3220 এর সাথে Gigabyte H77 DS3H নিতে পারছিনা 10,500TK দিয়ে। কেনা সম্ভব হচ্ছে না । এটার র্যাম স্লট 4টা । আমার দুইটা হলেও সমস্যা নেই । H77 এর কোন মাদারবোর্ড কি 7500 টাকার মধ্যে আমাদের দেশে পাব ? র্যাম স্লট ২টা হলেও কোন সমস্য নেই । আমি 7,500 টাকার মধ্যে একটি ভালো মাদারবোর্ড চাচ্ছি । অর্থাত্‍ বোর্ডটি হবে গিগাবাইটের H61 এর চাইতে ভাল । কারন পিসিটি আমার বাড়িতে ব্যাবহারের জন্য এবং 1280×1024 রেজুলেশনে গেমস খেলার জন্য । গ্রাফিক্স হবে 1GB. USB3.0 থাকতে হবে , র্যাম স্লট ২টা 1600BUS এর হলেও চলবে । পিসি আই Gen. 2.0 সাপোর্ট হলেই চলবে । একিকি নেওয়া যায় , একটু দেখেন প্লিজ সম্পুর্ন পেজটি পড়ে আমাকে একটু হেল্প করুন । এটি আমার জন্য চলবে নাকি ।এটার দাম দেখলাম 7,100 টাকা । রায়ান্স কম্পিউটারে । যদি আপনি অন্য কোন মাদারবোর্ডের খোঁজ 7500টাকার মধ্যে দিতেন তাহলে বড় উপকার হত । আল্লাহ আপনাকে এসকল বিষয়ে প্রচুর ঙ্গান দিয়েছেন আর আপনি তা মানব কল্যানে লাগাচ্ছেন । দোয়া করি আপনাকে আল্লাহ আরও অনেক ঙ্গান দান করুন যাতে আপনি তা মানব কল্যানে লাগাতে পারেন । আরো টিউন লিখে আমাদের পাশে দাড়ান ।

@মিনহাজুল হক: আলহামদুলিল্লাহ । ভাইজান একটা Asus H77 পেয়েছি । 7055 টাকা । মনে হয় চলবে এটা দিয়েই । http://pentacomputer.com/intel-platform-asus-c-206_207_461/asus-h77-2ddr3-4-1-1pp-hdmi-dvi-dsub-gblan-llv-mvp-digi-vrm-matx-p8h77le-p-75337

@মিনহাজুল হক: আলহামদুলিল্লাহ । ভাইজান একটা Asus H77 পেয়েছি । 7055 টাকা । মনে হয় চলবে এটা দিয়েই । http://pentacomputer.com/intel-platform-asus-c-206_207_461/asus-h77-2ddr3-4-1-1pp-hdmi-dvi-dsub-gblan-llv-mvp-digi-vrm-matx-p8h77le-p-75337
আর একটা গিগাবাইটের দাম 8670 টাকা ।
http://pentacomputer.com/intel-platform-gigabyte-c-206_207_465/gigabyte-h77-4-x-ddr3-2-x-pci-e3-0-x-16-2-x-sata3-6-x-usb3-0-hdmisub-dvigblan-raid-atx-ga-h77-d3h-mvp-p-92159
দেখেন তো ভাই কোনটা নেয়া যায় ।

    @জনাব মোহাম্মাদ মিজানুর রহমান: আপনাকে ভাল কিছু সাজেশন দেই। এটা মাত্র ঠিকমত খেয়াল করলাম।

    ১। B75 এ গ্রাফিক্স চিপ নেই, তাই দাম কম।
    ২। আপনি ইন্টেল কোর আই থ্রি 3225 নিলে ওতে Intel HD Graphics 4000 আছে যেটা এখনকার সবচে শক্তিশালী। কাজেই মাদারবোর্ডে গ্রাফিক্স চিপ আছে কিনা সেটা না দেখলেও চলবে।
    ৩। আপনি যদি 1280*1024 রেজুলশনে ভাল কোয়ালিটির গেমস খেলতে চান তাহলে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড কিনে ফেলুন। এতে আপনার বেশী টাকায় প্রসেসর কেনার ঝামেলা থাকছেনা, মাদারবোর্ডও কমেই কিনতে পারবেন।
    ৪। প্রসেসর কেনার সময় লিথোগ্রাফি ২২ ন্যানোমিটার দেখে নিবেন, নইলে ১৬০০ বাস মেমরি চালানো যাবেনা। 🙂

তবে সবদিক দিয়ে নিশ্চিন্ত হতে চাইলে H77 আর i3-3225 ই বেস্ট সলুশন। 🙂

hardcore gaming এর জন্য নিচের desktop টি কেমন-
intel core i5 3470 3.2GHz
Asus h77
Gigabyte GT640 2GB DDR3 pci express
500 GB 7200rpm western digital
4 GB ram DDR3 1600 transcend
Asus DVD writer
Logitech wireless mouse+keyboard
Logitech speaker system z103 2:1
Asus VS228N 21.5″ LED Full HD monitor
এতে কি কিছু add বা remove করার দরকার আছে?

@saif Gigabyte GT640 2GB DDR3 pci express এইটা ভাই গ্রাফিক্স কার্ড ।
@মোহাম্মাদ মিজানুর রহমান কনফিগারেশনটা আমি নিতে চাচ্ছি ধন্যবাদ ভাই ।

    Level New

    @রাহাত: kheyal kori ni. ha eita valo graphics with fan. je 3 ta main jinis needed ta shobi valo nisen. processor,GP card,ram. but HC gaming pc er hdisk 500gb keno? ekhon toe 1 ta game 8gb er niche hoite chay na. amar 640 full hoye gese, now extrnl 1tb add koresi. shetar 160gb free ase.

      @saif_precio: পোর্টেবল একটা কেনার চিন্তা আছে ধন্যবাদ।

    @রাহাত: আসলে এই কনফিগারেশটা অনেক ঙ্গানী ভাইদের থেকে নেয়া । আসাদউল্লাহ আসাদ ভাই এবং জনাব মিনহাজুল হক ভাই এ দুজনের ভূমিকাই আমার সাভল্যের মূল কারিগর । আমি মনে করি এটির সাথে একটি গ্রাফিক্স কার্ড (1GB DDR5)+একটি PSU 500W+ 500GB হার্ড ড্রাইভ যোগ করলে মোটামুটি মানের গেমিং পিসি হবে । আপাতত আমি এই টিউনে উল্লেখিত কনফিগারেশনটা ব্যাবহার করতে থাকি । পরে না হয় অপগ্রেড করে এগুলো লাগাবো যদি (মন গেমস খেলে চায়) ।

দেখলাম। বেশ ভালো হয়েছে। যেহেতু H77 নিচ্ছেন, HD Graphics 4000 পাবেন, ও দিয়ে কদিন গেমস খেলতে থাকুন। পরে একটা কার্ড কিনে ফেললে হার্ডকোর না হলেও বেশ ভালো গেমিং পিসি হবে। একটা কথা বলতে চাচ্ছি, কেসিং টা ভালো দেখে নিবেন। আমার এখন ব্রান্ডটা মনে নাই, তবে সেই কেসিং ২৫০০-৩০০০ টাকা পড়বে। ওটায় জেনুইন ৩০০ ওয়াট পিএসইউ থাকে। ফলে আপনি পরে যদি লোএন্ড কার্ড যেমন এএমডি রেডিয়ন এইচডি ৬৪৫০ কিনেন (দাম ৫ হাজার) তাহলে পিএসইউ কেনা থেকে বেঁচে গেলেন। আর শুরু থেকেই পিএসইউ কম ক্ষমতার হলে মাদারবোর্ড আর হার্ডডিস্কে সমস্যা করে। পরে পিএসইউ বদলানোও ঝামেলা, দাম ৫০০-৫০০০ পড়ে যাবে।

সবশেষে ভাল থাকুন। আপনার কম্পিউটিং শুভ হোক। 🙂

    @মিনহাজুল হক: ভাই এই কেসিংটা কেমন Gigabyte GZ-F1HAL ATX Casing with 400W Power Supply
    http://www.bdstall.com/listingDetail/index/10827/
    Gigabyte GT640 2GB DDR3 pci express গ্রাফিক্স এ 350w power লাগে। এই গ্রাফিক্স হার্ডকোর গেমিং এর জন্য কেমন । আর Asus VS228N 21.5″ LED Full HD monitor থেকে ভাল কমদামে কোনো full HD monitor কি পাওয়া যাবে? (>16k)
    আমি কিছু গুছিয়ে বলতে পারি না সেকারণে দুঃখিত ।

      @রাহাত: আপনার কেসিংটা দেখলাম এবং অবাক হলাম। কারণ ২১০০ টাকায় ৪০০ ওয়াট পিএসইউ সহ কেসিং তাও আবার গিগাবাইটের! আসলে ওটা গিগাবাইটের GZ-F1 কেসিং, সাথে লোকাল কোন পিএসইউ লাগিয়ে দেওয়া হয়েছে। আর গিগাবাইটের পিএসইউ আছে GreenMax Plus 450W যেটার দাম ২০০০ এর কাছাকাছি।

      আপনি যদি আলাদা পিএসইউ না কিনে ২১০০ টাকায় কেসিংয়ের সাথে যেটা পাবেন সেটা দিয়েই যদি GTA640 চালাতে চান তাহলে সমস্যায় পড়বেন। কার্ডও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশী দোকান ও অনলাইন শপের প্রতারণা থেকে দূরে থাকুন।

      ও বলতে ভুলে গেছি, আপনি GTA640 নিচ্ছেন, ২ জিবি ঠিক আছে, কিন্তু DDR3 কেন? আপনার উচিত GDDR5 নেওয়া। ‍ভিডিও মেমরি ২ জিবি ঠিক আছে, কিন্তু মেমরি স্পীড DDR3 মানে পারফরমেন্স কম। মেমরি বড় হলেও ফ্রেম আটকে যাবে যদি ভাল রেজুলশন ও ইফেক্ট খেলতে চান। বাজেটে সমস্যা না থাকলে GDDR5 কিনুন।

      ধন্যবাদ।

    @জনাব মিনহাজুল হক শাওন : ধন্যবাদ । দেখে যাওয়ার জন্য এবং সত্‍ উপদেশ দেওয়ার জন্য ।

Level 0

ভাইয়ারা কেউ কি বলতে পারেন যে 3rd Generation Intel® Core™ i5 3470 3.3GHz প্রসেসর এবং Gigabyte H77 DS3H মাদারবোর্ডের latest দাম কত?যদি গ্রাফিক্স কার্ড না কিনতে চাই তাহলে এই combination টা কেমন হবে।

    আই ফাইভের দাম এট লেষ্ট 16000 টাকা । আর গিগাবাইট GA-H77-DS3H এর দাম হবে 9500-10000 টাকা হবে । তার চাইতে আপনার জন্য ভাল হবে ASUS P8H77-M-PRO । 10500BDT

Level 0

মোঃ আসাদউল্লাহ আসাদ ভাইয়া আপনি কি আমাকে কোন দোকান suggest করতে পারবেন যেখান থেকে আমি এগুলো কিনতে পারবো?

@Rumel: yes. Ryanscomputers.com or, startech&enginearing limited or pentacomputers. Or you can go “bdstall.com” for more information for any shop. UCC’s has many bad repors. So you should not go there.

@Rumel: আর যদি আপনি গ্রাফিক্স কার্ড না কেনেন তাহলে 2010 সাল পর্যন্ত ও 2011 এর কিছু রিলিজকৃত সকল গেমসই i5 3470 এবং H77 এর মাদারবোর্ড দিয়ে মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন । তবে বর্তমানের উচ্চ গ্রাফিক্সের গেমস খেলা যাবে না ।

Level 0

মোঃ আসাদউল্লাহ আসাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ।

Level 0

মোঃ আসাদউল্লাহ আসাদ ভাইয়া MSI H77MA-G43 এই মাদারবোর্ডটা নতুন।এটা কেমন হবে?link http://www.computersourcebd.com/MSI/Motherboard/H77MA-G43_842.html । HD Graphics 4000 মানে কি ভাইয়া?

ভাই আপনি মনে হয় নতুন । দেখলাম ২৪ তারিখে আপনি আইডি খুলেছেন ।যদি আপনি কাউকে কোন কিছু বলতে বা কোনকিছু জিঙ্গাস করতে চান তাহলে সে যেখানে কমেন্ট বা উত্তর করেছে সেখানে তার লেখার নিচে Reply লেখাতে ক্লিক করতে হবে , তাহলে টিটি (Techtunes) তাকে আপনার লেখাটা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে । যেভাবে আপনাকে জানিয়ে দেয় । তা নাহলে সারা জীবন ভর এভাবে কাউকে কিছু জিঙ্গেস করলে কোনদিনও উত্তর পাবেননা ইন্সাআল্লাহ । আপনি @আসাদ ভাইকে জিঙ্গাস করতে চাইলে তিনি যেখানে উত্তর করেছেন তার নিচে Reply লেখাতে ক্লিক করুন । এরপর পুনরায় কমেন্ট বক্স আসলে সেখানে আপনার কথা জানান । Thanks

    Level 0

    @মোহাম্মাদ মিজানুর রহমান: ধন্যবাদ মোহাম্মাদ মিজানুর রহমান ভাইয়া আপনাকে।জি ভাইয়া আমি নতুন তাই সবকিছু জানিনা।ভাইয়া আপনি পিসি কিনেছেন?

@Rumel : নারে ভাই । কেনার প্রস্তুতি চলছে । আমি i3 3225& ASUS P8H77-M-LE এগুলো খুজে পাচ্ছিনা । যখন এগুলো এভেলেবল হবে তখন কিনব । ধন্যবাদ

@ @Rumel: কিনেছি রে ভাই ।
i3-3220 (3225 পাইনাই)
9700
Asus P8H77M-LE
8300
Transcend ddr3 4gb 1600
1900
HDD: WD 1TB, 64MB, 6GB/S, WD10EZEX
6300
opt’d: asus dvd rw
1700
Cashing: delux full atx+400W PSU
2300
>>30,200
Dell e1713S LED
8,800
Mouse+kb: a4-tech
700
Speaker: microlab
2,300
UPS: Power guard 800va
3,000
Pen.D: Transcend V770 16GB USB3.0
1,250
>>46,250
ভালই চলতেছে । তবে কয়েকমাস দেরী করে যদি ফোর্থ জেনারেশনের কিনতাম তাহলে ভাল হত । এছাড় হার্ডডিক্সের দামও কম ।