মাইক্রোসফ্ট অফিস এক্সপার্টদের সাহায্য চাই খুবই বিপদে আছি!!!!

আমার মাইক্রোসফ্ট অফিসের মেনু বার থেকে ফরম্যাট এবং হেল্প মেনু হারিয়ে গেছে। ফরম্যাট মেনু ছাড়া আমি খুবই আছি।  ফরম্যাট ছাড়া আমি অনেক কাজই করতে পারছি না। বুজতেই পারছেন কতটা বিপেদ আছি। মাইক্রোসফ্ট অফিস রিমুভ করে পুণরায় ইনস্টল করেছি। রেজিস্ট্রি থেকে মাইক্রোসফ্ট অফিসের সকল সেটিং ডিলিট করেছি। তবুও মেনু গুলো আসছে না। আমাকে কেউ সাহায্য করেন প্লিজ।

Level 0

আমি YUSUF। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি বলেননি আপনি এমএস অফিসের কোন ভার্সনটি ব্যবহার করছেন। এবং অপারেটিং সিস্টেমম এক্সপি, ভিস্তা নাকি উইনন্ডোস 7 তাও বলেননি। বললে সুবিধা হতো। যাই হোক। আপনি উইনন্ডোজ 7 ইউজার হলে প্রথমেই ওয়ার্ড ফাইলটি ওপেন থাকলে তা বন্ধ করে দিন। তারপর C :\Users\Tanvir Ahmed(এখানে আপনার PC এর ইউজার নাম দিতে হবে)\AppData\Roaming\Microsoft\Templates এখানে গিয়ে Normal.dot নামের ফাইলটি ডিলিট করে দিন। তারপরে ওয়ার্ড ফাইলটি আবার ওপেন করুন। ফলে নতুন আরেকটি Normal.dot নামক ফাইল তৈরি হবে এবং আপনার আগের সব মেনু ফিরে আসবে আশা করি। উইনন্ডোজ এক্সপি বা ভিস্তা হলেও কাজ একই। শুধু Normal.dot নামক ফাইলটি খুঁজে বের করে ডিলিট করে দেয়া। খুঁজতে হলে প্রথমেই PC এর হিডেন ফাইল Show করার ব্যবস্থা করে সি ড্রাইভে গিয়ে ফোল্ডার সার্চ অপশন থেকে Normal.dot নামক ফাইলটি খুঁজে বের করুন। সার্চ করার সময় সার্চ বক্সের অ্যাডভান্স অপশন থেকে Including Hidden Files and Folders সিলেক্ট করে দেবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই ফাইলটি পেয়ে যাবেন। ডিরেক্টরিতে প্রবেশ করে এবার Normal.dot নামক ফাইলটি ডিলিট করে দিন। তারপর ওয়ার্ড ফাইল নতুন করে ওপেন করুন। আশা করি সমস্যার সমাধান হবে। রেজাল্ট জানাতে ভুলবেন না যেন!

Level 0

ঠিক মতো তথ্য না দিতে পারায় দুঃখিত। আমি অপারেটি সিস্টেম উইন্ডোজ এক্সপি এবং মাইক্রোসফ্ট অফিস ২০০৩ ব্যবহার করি।

Level 0

উপরের দেখানো নির্দেশনা অনুসরণ করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

Level 0

ভাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি app data ফোল্ডারের ভিতরে roaming নামে কোনো ফোল্ডার পাইনি, তবে tempaltes ফোল্ডারটি অন্যত্র পেয়েছি কিন্তু সেখানে normal.dot ফাইলটি নেই।

Level 0

আগেই বলেছি এক্সপিতে সার্চ করে বের করতে হবে। সর্বপ্রথম হিডেন ফাইলগুলো শো করার ব্যবস্থা করুন। এটা করার জন্য প্রথমে যে কোনো ফোল্ডার ওপেন করে উপরের Tools এ ক্লিক করুন। তারপর Folder Option ডায়লগ ব্ক্স থেকে View তে ক্লিক করুন। তারপর Show hidden files, folders and drives তে ক্লিক করুন এবং Hide extensions for known file types আনচেক করে ok করে বেরিয়ে আসুন। এরপর c: / Documents and settings / / Application Data / Microsoft / Templates তে প্রবেশ করে Normal.dot ফাইলটি ডিলিট করে বেরিয়ে আসুন। ওয়ার্ড ফাইল ওপেন করুন। আশ করি এবার সমাধান হবে। তারপর আগের মতো Folder Option গিয়ে Restore default দিয়ে ok করে বেরিয়ে আসুন।

Level 0

আমাকে সময় দেয়ার জন্য ধন্যবাদ ভাই। আমি আপনার প্রথম মন্তব্যটি প্রয়োগ করার আগে তিন তিন পরে নিয়েছি। আপনার মন্তব্য অনুযায়ি আমি যথাযথ প্রয়োগ করেছি কিন্তু ফল পাইনি। যাই হোক আমি এর চেয়ে সহজ সামাধান পেয়েছি। টুল্স মেনু থেকে কাস্টমাইস এবং সেখান থেকে মেনু বার সিলেক্ট করে রিসেট দিয়েছি কাজ হয়ে গেছে।