চোখের রেটিনা বিষয়ক সমস্যা, তথ্য চাই

আমার গ্রামের প্রতিবেশী এক কাকা'র (আমার ছোট বেলার গৃহ শিক্ষক) বহু আগ থেকেই এক চোখ নষ্ট হয়ে গেছে। সম্প্রতি অন্য চোখটিও প্রায় নষ্ট হবার পথে। তাঁর বয়স প্রায় ৬০।

ডাক্তারি মতে, আঘাত জনিত কারণে তাঁর দ্বিতীয় চোখের রেটিনার পর্দা ছিঁড়ে গেছে। বর্তমানে এই চোখে তিনি কিছুই দেখেন না। তবে উজ্জ্বল আলো বুঝতে পারেন। তিনি তাঁর অল্প বিস্তর জমিজমার বিনিময়ে হলেও দ্বিতীয় চোখটির আলো ফিরে পেতে ইচ্ছুক।

আমার জিজ্ঞাসা,

১. রেটিনার পর্দা রিপ্লেসমেন্ট কি সম্ভব ? দেশে বা বিদেশে কোথায় করা হয়, আনুমানিক খরচ কত ?

২. রেটিনা রিপ্লেসমেন্ট কি সম্ভব ? দেশে বা বিদেশে কোথায় করা হয়, আনুমানিক খরচ কত ?

আপনার পরামর্শ আমার স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিবে। আপনার প্রতিও কৃতজ্ঞ থাকবো।

বিনীত,

আখলাক

Level 0

আমি labibzaman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

not replacement,repair can be done.it can be done in national institute of ophthalmology,islamia eye hospital,bangladesh eye hospiyal.cost depend on hospital,if private,then surgeon.