আমি কি ভাবে google adsense পেতে পারি আমাকে কেউ একটু সাহায্য করবেন??
please আমাকে help করেন। আমি একটি ব্লগ বানিয়েছি, সেটার জন্য google adsense এর apply করেছিলাম। কিন্তু google adsense দিতেছে না। আমি কি ভাবে google adsense পাব। আমাকে একটু বলেন। আর যদি কথাউ কিনতে পাউয়া যায় তায়লে বলেন। আর সেটা দিয়ে কাজ হবে কিনা সেতাও বলেন।
আমি Ataur Rhaman Shojun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি এপ্লাই করে নয়া পান তাহলে Adsense Share করতে পারেন।