hello.....সবাই কেমন আছেন............ HAPPY NEW YEAR ...........
আমি কয়েক দিন আগে একটি PC কিনেছি ।
PC এর Detail হল
CPU: Intel Core i5 3rd generation ( 3.30GHZ)
RAM: transcend 4GB (1600 BUS speed)
HDD: Hitachi 500 GB
Motherboard: Gigabyte B75H-D3M
Graphics Card: Gigabyte nVidia GT620
আমার এই computer এ একটা problem হয়েছে । আর problem হল আমি যখন কোন GAME ছয় বা আট ঘণ্টা চালাই (high performance GAME, like Sleeping DOGS) তখন CPU ভালই load নেয় ।।
কিন্ত যখন GAME Exit করি তখন CPU 100% load নেয় যার কারনে আমার CPU 80 degree Celsius হয়ে যাই ।
আমি যখন Task Manager open করি তখন CPU 5 to 14 % load নেয় ... তখন তাপ হয় 19 degree
আবার Task Manager close করলে আগের মত হয়ে যায়
আমি যখন Tune Up এর Task Manager open করি তখন দেখি যে Updater service আমার computer এর ৮০% load নেয়
আমি যদি windows এর Task Manager ওপেন করি তাহলে এই updater service automatic close হয়ে যায় ।
আমি এই file ও খুজে পেয়েছি।। ফাইল তি হল igfxupdate যা windows/system32 এর ভেতরে আছে
ফাইল টি delete করে restart দিলে ফাইল টি আবার এসে যায় এবং computer আবার আগের মত 100% load নেয়
আমি এই problem এর জন্য ২বার windows setup দিয়েছি কিন্তু কোন সমাধান হয় নি
কারো কাছে সমাধান থাকলে আমাকে help করুন
আমি Ashish116। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এইটা আপ্নের কুলিং ফ্যান এ সমস্যা।যখন আপ্নি গেম প্লে করেন তখন আপ্নের কুলিং ফ্যান ঠিক মত ঠাণ্ডা করতে পারে না আপ্নের মাদার বোর্ড অর Graphics Card।আর এইটা উইন্ডোজ এর কোন প্রবলেম না।