Need Help …….. My computer is having problem…

hello.....সবাই কেমন আছেন............ HAPPY NEW YEAR ...........

আমি কয়েক দিন আগে একটি PC কিনেছি ।

PC এর Detail হল

CPU: Intel Core i5 3rd generation ( 3.30GHZ)

RAM: transcend 4GB (1600 BUS speed)

HDD: Hitachi 500 GB

Motherboard: Gigabyte B75H-D3M

Graphics Card: Gigabyte nVidia GT620

আমার এই computer এ একটা problem হয়েছে । আর problem হল আমি যখন কোন GAME ছয় বা আট ঘণ্টা চালাই (high performance GAME, like Sleeping DOGS)  তখন CPU ভালই load নেয় ।।

কিন্ত যখন GAME Exit করি তখন CPU 100%  load নেয় যার কারনে আমার CPU  80 degree Celsius হয়ে যাই ।

আমি যখন Task Manager open করি তখন CPU 5 to 14 % load নেয় ... তখন তাপ হয় 19 degree

আবার Task Manager close করলে আগের মত হয়ে যায়

আমি যখন Tune Up এর Task Manager open করি তখন দেখি যে Updater service আমার computer এর ৮০% load নেয়

আমি যদি windows এর Task Manager ওপেন করি তাহলে এই updater service automatic close হয়ে যায় ।

আমি এই file ও খুজে পেয়েছি।। ফাইল তি হল igfxupdate যা windows/system32 এর ভেতরে আছে

ফাইল টি delete করে restart দিলে ফাইল টি আবার এসে যায় এবং computer আবার আগের মত 100% load নেয়

আমি এই problem এর জন্য ২বার windows setup দিয়েছি কিন্তু কোন সমাধান হয় নি

কারো কাছে সমাধান থাকলে আমাকে help করুন

Level 0

আমি Ashish116। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইটা আপ্নের কুলিং ফ্যান এ সমস্যা।যখন আপ্নি গেম প্লে করেন তখন আপ্নের কুলিং ফ্যান ঠিক মত ঠাণ্ডা করতে পারে না আপ্নের মাদার বোর্ড অর Graphics Card।আর এইটা উইন্ডোজ এর কোন প্রবলেম না।

Ohkay, nicher solution guli try koren !

* CPU teh new kore thermal paste add koren
* PC shob gula parts guli, khule wash koren, onek somoi dula-valir jonno overheat hoi.
* Apner Power supply ki generic ?

Eta, apner power supply theke, load nite pare nah – as apner processor ta better, but graphics card ta normal, so Sleeping dogs/Gta 4 etc type er game guli apner Processoric type game.. tai heat hoitase .. clean out pc, apply new thermal paste.. and buy a good PSU 🙂

Level 0

আপনাদের অসংখ্য ধন্ন বাদ comment দেয়ার জন্ন………আমি এই solution গুলা try করব……আমি সব বুঝেছি কিন্তু আক্তা জিনিস বুঝি নি তা হল আখানে updater service কি করেছে…… updater service ই আমার problem করছে আমার মনে হয়……

Level 0

দয়া করে আমাকে সাহায্য করুন আমি xp ব্যবহার করি আমার cd rom নষ্ট। তাই setup দিতে পারছে না।২দিন আগেও removable divce গুলো show করত, কিন্তু আজ দেখি removable divce show করে না।তবে মডেম দিলে তা ব্যবহার করতে পারছি। usb পাচ্ছে কিন্তু drive show করে না ।please please help help……

    Level 0

    @mofizctg: আপনি একটা কাজ করতে পারেন……তা হল……Local Disk C এর যত দরকারি ফাইল আছে তা অন্য কোন drive এ রাখুন……তার পর একটা ফাইল আছে জার নাম WinUSB …. google এ সার্চ দিলে পাবেন…… তারপর কোন windows এর disk কিনুন……এরপর আপনার কোন friend এর কাছে যান একটা pen drive নিয়ে… WinUSB দিয়ে pen drive এ windows এর disk copy করুন…… এরপর ওই pen drive টি আপনার computer এ ঢুকিয়ে windoes install দিন…… অবশ্যই কাজ করবে……