মানিবুকার্স থেকে IBBL এ টাকা উত্তোলন

 

আমি মানিবুকার্স-এ কিছু ডলার এনেছি ফ্রীলান্সিং করে আয় করে। কিন্তু এখন আমি টাকা আমার ব্যাঙ্ক একাউন্ট এ উইথড্র করতে চাই, একটু সাহায্য দরকার, কখনো করি নি তো।

আমি ঠিকানা ভেরিফাই করেছি কিন্তু এখন ব্যাঙ্ক একাউন্ট ভেরিফাই করতে হবে। আমি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ব্যবহার করি। SWIFT কোড টা কি যেকোনো ব্রাঞ্চ এর একটা দিলেই হবে?

আর একাউন্ট নাম্বার কি ছোট (শাখার) তা দিব নাকি বড়টা দিবো? আমার ব্রান্চ এর জন্য কোনো SWIFT  কোড আমি নেট এ সার্চ করে পাই নি।
ভাইয়েরা একটু সাহায্য করলে অনেকই কৃতজ্ঞ হতাম। ধন্যবাদ। 🙂

Level 0

আমি YIFY। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

swift code অবশ্যই আপনার Brach-এর টা দিবেন। এই link-e khujun – http://www.theswiftcodes.com/bangladesh. যদি না পান সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক-এর সাথে যোগাযোগ করুন। যতদুর মনে পরে আমার Brach-এর swift code খুঁজে পাচ্ছিলাম না। সংশ্লিষ্ট অফিসার আমাকে এই কোড-টি লিখতে বললেন- IBBLBDDHXXX. আর একাউন্ট নম্বর পুরোটা লিখবেন।

আরেকটি বিষয় IBBL থেকে Dutch-Bangla ব্যাঙ্ক ভালো। IBBL প্রতি transection-এ ১১৫.০০ টাকা চার্জ করে। তাছাড়া $১০০-এর উপরে হলে extra $২০ কেটে রাখবে থার্ড ব্যাঙ্ক। ইসলামী ব্যাঙ্ক-এর মাধমে লেনদেন করে ২০১০ সালে আমি প্রায় আট হাজার টাকার উপরে লোকসান দিয়েছি। এখন Dutch-Bangla ব্যাঙ্ক-এ লেনদেন করি।

Level 0

কোন ব্যাংকে ভাল ডলার রেট পাওয়া যায়? ডাচ বাংলায় কি যত ইচ্ছা তত $ তোলা যায় |ওডেস্ক থেকে সরাসরি ব্যাংকে টাকা আনতে গেলে আমাকে কি করতে হবে আর এটা কি নিরাপদ প্লিজ হেলপ করুন

Level 0

কোন ব্যাংকে ভাল ডলার রেট পাওয়া যায়? ডাচ বাংলায় কি যত ইচ্ছা তত $ তোলা যায় |আর যদি আমার BRANCE এর SWIFT না পাই তাহলে কি করব ?ওডেস্ক থেকে সরাসরি ব্যাংকে টাকা আনতে গেলে আমাকে কি করতে হবে আর এটা কি নিরাপদ প্লিজ হেলপ করুন

ব্যাংকগুলো সবসময় আপনাকে বাজারমূল্যই প্রদান করবে। এখানে দর-দাম করার সূযোগ নেই।
ডাচ বাংলা ব্যাংক-এ আপনি $৫০০ -এর উপর আনলে থার্ড ব্যাংক $২০ কেটে রাখবে।
ব্রান্চ এর SWIFT কোড-এর জন্য ব্যাংক-এর সংশ্লিষ্ট অফিসারের সাথে যোগাযোগ করুন এবং উনাকে বিষয়টি বুঝিয়ে বলুন। আমি নিশ্চিত, উনি আপনাকে appritiate করবেন এবং অবশ্যই সহায়তা করবেন।
সম্প্রতি Odesk সরাসরি বাংলাদেশী কন্ট্রাক্টরদের ব্যাংক-এ টাকা পাঠানো ব্যবস্থা চালু করেছে। এটি অবশ্যই নিরাপদ। আমি আনিনি, তাই পদ্বতিটা বলতে পারছিনা। sorry! আপনি তাদের website দেখুন। না পারলে জানাবেন। ধন্যবাদ।

Level 0

আচ্ছা ইসলামী ব্যাংকের কি নিয়ম ইসলামী ব্যাংকে কত পর্যন্ত আনা যায় সবচেয়ে ঝামেলা কোন ব্যাংকে কম ?আর আমি গাইবান্ধায় থাকি এখানকার Brance এর কোন Swift কোড নাই বলেছে সেক্ষেত্রে কি আমি মেইন কোড use করব? আসলে আমি নতুন প্লিজ হেলপ করুন | ধন্যবাদ ।

Level 0

প্লিজ কিছু মনে না করে যদি আপনার Contact no দেন

facebook/binary romel

ভাই, আমি ২০ তারিখে moneybookers থেকে DBBL এর Account এ মানি ট্রান্সফার করেছি। moneybookers থেকে মেইল করে বলেছে যে ২১ তারিখে আমাকে তারা টাকা পাঠিয়ে দিছে। আমার account এ check করলাম এখন টাকা আসেনি। কত দিন লাগে আসতে কেউ জানাবেন কি? আমার address verification ও কিন্তু করা হয়নি।