আমি মানিবুকার্স-এ কিছু ডলার এনেছি ফ্রীলান্সিং করে আয় করে। কিন্তু এখন আমি টাকা আমার ব্যাঙ্ক একাউন্ট এ উইথড্র করতে চাই, একটু সাহায্য দরকার, কখনো করি নি তো।
আমি ঠিকানা ভেরিফাই করেছি কিন্তু এখন ব্যাঙ্ক একাউন্ট ভেরিফাই করতে হবে। আমি ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ব্যবহার করি। SWIFT কোড টা কি যেকোনো ব্রাঞ্চ এর একটা দিলেই হবে?
আর একাউন্ট নাম্বার কি ছোট (শাখার) তা দিব নাকি বড়টা দিবো? আমার ব্রান্চ এর জন্য কোনো SWIFT কোড আমি নেট এ সার্চ করে পাই নি।
ভাইয়েরা একটু সাহায্য করলে অনেকই কৃতজ্ঞ হতাম। ধন্যবাদ। 🙂
আমি YIFY। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
swift code অবশ্যই আপনার Brach-এর টা দিবেন। এই link-e khujun – http://www.theswiftcodes.com/bangladesh. যদি না পান সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক-এর সাথে যোগাযোগ করুন। যতদুর মনে পরে আমার Brach-এর swift code খুঁজে পাচ্ছিলাম না। সংশ্লিষ্ট অফিসার আমাকে এই কোড-টি লিখতে বললেন- IBBLBDDHXXX. আর একাউন্ট নম্বর পুরোটা লিখবেন।
আরেকটি বিষয় IBBL থেকে Dutch-Bangla ব্যাঙ্ক ভালো। IBBL প্রতি transection-এ ১১৫.০০ টাকা চার্জ করে। তাছাড়া $১০০-এর উপরে হলে extra $২০ কেটে রাখবে থার্ড ব্যাঙ্ক। ইসলামী ব্যাঙ্ক-এর মাধমে লেনদেন করে ২০১০ সালে আমি প্রায় আট হাজার টাকার উপরে লোকসান দিয়েছি। এখন Dutch-Bangla ব্যাঙ্ক-এ লেনদেন করি।