আসালামুয়ালায়কুম,
আমি টেকটিউনস আর নিয়মিত পাঠক । এটা আমার টেকটিউনস এ দ্বিতীয় পোস্ট । আমি দুঃখিত যে আমি আবারও আপনাদের কাছে হাত পেতে বসেছি । তবে পরবর্তিতে হাত পাতলে কিছু দিয়ে হাত পাতবো । কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আর পারলে, আমাকে দয়া করে সাহায্য করবেন ।
মূল কোথায় আসি, আমার হার্ড-ডিস্কে দুটো Bad Sector ছিল । আমি ভুল করে Sector গুলো Repair না করে, Delete করে ফেলেছি । এখন আমার হার্ড-ডিস্কে মাঝে মাঝে প্রবলেম দেখা দেয় ।
যেমন: মাঝে মাঝে বলে হার্ড-ডিস্কের কোনো একটা ড্রাইভ ফরমেট দিতে বলে । আবার মাঝে মাঝে হার্ড-ডিস্ক ছেড়ে দেয় ।
এ অবস্থায় কিভাবে আমার হার্ড-ডিস্ক রিপেয়ার করতে পারি ।
[Note: আমার হার্ড-ডিস্কটি সাটা । ২৫০ জিবি ।]
আমি Mohammad Mohasin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer All
ভাই, আমিও একই সমস্যায় ভুগছি প্রায় 9 মাস যাবত। তারপর থেকে এ বিষয়ের সমাধান খুজতে খুজতে অনেক কিছুই জানতে পেরেছি। হার্ডডিস্কের সমস্যা মূলত দুই রকম। একটা হলো Logical Problem আর অন্যটা হলো Physical Problem| Logical Problem হলে আপনি বিভিন্ন হার্ডডিস্ক রিপেয়ারিং টুলস দিয়ে সারানোর আশা করতে পারেন। কিন্তু সমস্যাটি Physical হলে সেটা ঠিক করার জন্য কোনো টুলস দুনিয়াতে এখনও তৈরি হয়নি। আসলে এটা অসম্ভব। সেক্ষেত্রে সমাধান হলো হার্ডডিস্কটি পরিবর্তন করা বা ওয়ারেন্টি থাকলে রিপেয়ারিং-এ পাঠানো। প্রথমেই আপনাকে চেক করতে হবে আপনার সমস্যাটি কোনটা? প্রথমেই টুলস দুটি ডাউনলোড করুন। তারপর হার্ডডিস্ক মনিটরিং সফটওয়্যারটি দিয়ে হার্ডডিস্কের হেলথ চেক করুন। হার্ডডিস্কে কোনো মারাত্মক ফিজিক্যাল সমস্যা থাকলে সেটি মেসেজ প্রদান করবে। যদি হেলথ 70 এর উপরে থাকে তাহলে হার্ডডিস্কের কন্ডিশন মোটামোটি ভালো। এর কম হলে দূর্ভাবনার কথা। যাই হোক। যদি ফিজিক্যাল সমস্যার বার্তা প্রদান না করে তাহলে HDD Regenerator 2011 টুলসটি দিয়ে ইনস্ট্রাকশন অনুযায়ী পুরো হার্ডডিস্ককে রিজেনারেট করে ফেলুন। সমস্ত পার্টিশন রিমুভ করে নতুন করে ফ্রেশ উইনন্ডোজ ইন্সটল করুন। ও হ্যাঁ রিজেনারেট করার আগে অবশ্যই সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলের ব্যকআপ নিয়ে নিবেন। রিজেনারেটে ব্যাপক সময় লাগে। এমনকি সারাদিনও লেগে যেতে পারে। অবশ্য আপনি তার পূর্বে একবার এই টুলসটি দিয়েই ব্যাড সেক্টর রিপেয়ার করে দেখতে পারেন। তাতে কাজ হলে রিজেনারেট না করলেও চলতে পারে। তবে আমার মতে হার্ড ডিস্ক রিজেনারেট করাই ভালো। এই টুলসটি আমি এই টেকটিউনস থেকেই পেয়েছিলাম। পিডিএফটি দেখলেই বুঝতে পারবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। বলতে ভুলে গেছি, আমার হার্ডডিস্কের ফিজিক্যাল সমস্যা। তাই পুরোপুরি ডেড হওয়ার অপেক্ষায় আছি। ডেড হলেই নতুন একটা কিনব।
Hard Drive Monitoring ডাউনলোড : http://www.mediafire.com/?nvpinsbdpe7p5g2
HDD Regenerator 2011 ডাউনলোড : http://www.mediafire.com/?038lh8rlh3qbebx