আমি symphony w10 (rooted) ব্যাবহার করি...কিন্তু link2Sd এর মাধ্যমে অ্যাপ SD তে নিলে dalvik-cache ইন্টারনাল মেমোরি তে থেকে যায় মে বি......কারন অ্যাপ মুভ করার পরও ইন্টারনাল মেমোরি অল্প অল্প করে ভরে যাচ্ছে......আমি কি করব ??? সেট কি ফাক্টোরি রিসেট দিব ???? ফাক্টোরি রিসেট দিলে সেট এ কি কি অসুবিধা হবে ?? আর এতে কি সেটিং , ক্যামেরা, গুগল প্লে, গ্যালারি ইত্যাদি কি প্রি ইন্সটল্ড অ্যাপ (ফ্রুট স্লাইস, এনগ্রি বার্ড) এর সাথে রিমুভ হয়ে যাবে ???? আর কিভাবে ফাক্টোরি রিসেট দিব ??? অথবা আমার সমস্যার সমাধান কিভাবে করব ?????????????????????????????????? প্লিজ হেল্প 🙁 🙁 🙁
আমি dark_shadow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও w10 use করি,! রিসেট দিলে সেভ করা নম্বর, মেসেজ,এপ্লিকেশন গুলো ডিলিট হয়ে যাব,!! সেভ করা নম্বর গুলো মেমোরিকার্ডে বেকাপ করে নিতে পারেন,!!
মোবাইলের সেটিং থেকে রিসেট দিতে পারেন, অথবা মোবাইল অফ করে ব্যাটারি খুলে আবার লাগান,তারপর ভলিউম বাটন আপ এবং ডাউন একসাথে চেপে ধরে পাওয়ার বাটন চাপুন,(সবগুলো একসাথে) তারপর ভলিউম বাটন দিয়ে সিলেক্ট করুন এবং মেনু বাটন দিয়ে ওকে করুণ,!!
w10 দিয়ে বাংলায় লিখলাম,!!