প্রিয় ওয়েবসাইট ডিজাইনার ভাই ।
আমি আপনাদের কাছে আজ সামান্য একটা সমষ্যা নিয়ে এসেছি ।
গত কিছু বছর ধরে আপনাদের লিখা টিউন পরে আনেক উপকৃত হয়েছি আমি । আপনাদের মাঝে পয়েছি ইন্টারনেটের সমাধান । তারপরও ছোট এক ছবি নিয়ে বিষাল সমষ্যা ।
আমি প্রায় সব ওয়েব সাইটেই দেখেছি যে ব্রাউজারের এড্রেসবার এর বাম পাশে ছোট্ট একটা ওয়েব সাইটের দেওয়া আইকোন দেখা যায় আমি আমার নিজিস্ব ওয়েব সাইটে এ রকম একটা আইকোন সেট করতে চাই অনেক চেস্টা করেছি কিন্তু ব্যার্থ । তাই আপনাদের সাহায্য চাচ্ছি । দয়া করে আমাকে কোন দক্ষ ব্যক্তি সাহায্য করেন । আপনাদের দিকেই তো সব সমই চেয়ে থাকি । আমি যদি আপনাদের সাহায্যে কখনো হাত বারাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো ।।।।।
আমার ইমেল ঠিকানা : [email protected] or
আমি bd-সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেভিকন?