ওয়েব সাইটের এড্রেসবার এর পশের ছোট্ট ছবি (টেকটিউন ইউজারদের কাছে সাহায্য চায়)

প্রিয় ওয়েবসাইট ডিজাইনার ভাই ।

আমি আপনাদের কাছে আজ সামান্য একটা সমষ্যা নিয়ে এসেছি ।

গত কিছু বছর ধরে আপনাদের লিখা টিউন পরে আনেক উপকৃত হয়েছি আমি । আপনাদের মাঝে পয়েছি ইন্টারনেটের সমাধান । তারপরও ছোট এক ছবি নিয়ে বিষাল সমষ্যা ।

মূল সমষ্যা

আমি প্রায় সব ওয়েব সাইটেই দেখেছি যে ব্রাউজারের এড্রেসবার এর বাম পাশে ছোট্ট একটা ওয়েব সাইটের দেওয়া আইকোন দেখা যায় আমি আমার নিজিস্ব ওয়েব সাইটে এ রকম একটা আইকোন সেট করতে চাই অনেক চেস্টা করেছি কিন্তু ব্যার্থ  । তাই আপনাদের সাহায্য চাচ্ছি । দয়া করে আমাকে কোন দক্ষ ব্যক্তি সাহায্য করেন । আপনাদের দিকেই তো সব সমই চেয়ে থাকি । আমি যদি আপনাদের সাহায্যে কখনো হাত বারাতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো ।।।।।

আমার ইমেল ঠিকানা : [email protected]            or

[email protected]

ধন্যবাদ আমার সকল টেকটিউনার ভাইদের আমি নিচের কমেন্ট দ্বারা  সমস্যার মোকাবেলা পেয়েছি আবার কোন সমস্যাই পরলে আসা করি আপনারা সাহায্য করবেন ।।।

Level 0

আমি bd-সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ফেভিকন?

ভাই বুঝলাম না তো একটু জদি স্পস্ঠ করে বুঝাইতেন ।।।

Eita Febicon……Apnar site’r logor choto vai rki…. favicon.cc theke nijer site’r jonno favicon banaite paren… Ad korar system site’r dhoron onujai

Html পেজ এ এর মধ্যে লাইন টা অ্যাড করে দিবেন। এখানে favicon.ico হচ্ছে যে আইকন টি আপনি ব্যাবহার করতে চাচ্ছেন। যদি আপনি কোন ছবি কে আইকন করতে চান তবে নেট এ অনেক অনলাইন কনভার্টার পাবেন সেখান থেকে আপনার ইমেজ টাকে আইকন এ কনভার্ট করে নিবেন। এমনকি কিছু ক্ষেত্রে ইমেজ এর এক্সটেনশন .jgp থেকে রিনেম করে .ico দিলেও কাজ করে, তবে কনভার্ট করাই ভালো। আশা করছি আপনার কাজ হয়ে যাবে। তাও না হলে আমাকে মেইল করেন। [email protected]

Level 0

আমার মনে হয় উনি http://awesomescreenshot.com/0eeqyn4a5 এই জিনিসটাই চাচ্ছে। এই জিনিস টা আমারও অনেক দরকার তাই কেউ একটু হেল্প করেন তাহলে এক ঢিলে দুই পাখি মারা হই যাবে :p

ভাই আপনি যা চাচ্ছেন তা হচ্ছে ফেবিকন।
এটার কোড হল:

আপনার html পেজের ট্যাগের পূর্বে এটা বসিয়ে দিন। কাজ হয়ে যাবে। আপনার সাইটের আইকন ফটোশপ দিয়ে .png আকারে সেভ করে ব্যবহার করবেন। অথবা যেকোন ইমেজ কনভার্টার দিয়ে .ico করেও ব্যবহার করতে পারেন।
আমি কিভাবে ব্যবহার করেছি তা দেখতে প্রথমে আমার সাইটে যান: http://www.hostearly.com । এরপর ctrl+u চাপুন। 31 নং. লাইনে দেখুন কিভাবে বসানো আছে।

দু:খিত ভাই এখানে কোডটি দেখাচ্ছেনা। আমি আপনাকে মেইল করে দিচ্ছি।