কেউ কি আছেন যে আমার সমস্যাটার সমাধান করবেন? [abut wordpress]

আসসালামু আলাইকুম।
ভাই আমি অনেকদিন যাবত এই সমস্যায় ভুগছি আসাকরি কারো কাছ থেকে এর একটি সুন্দর সমাধান পাবো। ভাই আমি চাই আমার ওয়ারর্ডপ্রেস সাইটের প্রতিটি পেইজের নিচে আমার আর্টিকেলগুলো পোষ্ট করতে। কন্তিু পারছিনা। যেমন, "নিউজ" এর মাঝে কেউ ক্লীক করলে শুধু নিউজই পড়তে পারবে। আবার "সফটওয়ার" এর মাঝে ক্লিক করলে শুধু সফটওয়ার এর পোষ্ট গুলি দেখতে পাবে। যেমন একটি ব্লগ সাইটে পোষ্ট করলে সাধারণত হোম পেপে সবগুলি শো করে। ঠিক তেমনি প্রত্যেকটি পেইজের মাধ্যে আলাদা আলাদা পোষ্ট করতে চাই। আসা করি উত্তর পাবো ধন্যবাদ।

tutorialdesk24.com

Level 0

আমি muhsinbinamin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সমস্যাটায় আমি নিজেও ভুগতেছি। এ বিষয়ে কেউ হেল্প করলে অনেক উপকৃত হতাম।

@muhsinbinamin ভাই : আমি হয়ত আপনার সমস্যাটার কোন সমাধান দিতে পারব না । কিন্তু আমি আপনাকে একটা বাংলা ব্লগের নাম বলব । আপনি সেখানে গিয়ে আপনার সমস্যাটার কথা স্পস্ট ভাবে বলবেন । আর এটা বলতে হলে আপনাকে প্রথমে সেখানে নিবন্ধিত হতে হবে । তার পর আপনি সেই সাইটের ফোরাম অংশে গিয়ে আপনার সমস্যাটা একটা থ্রেড ওপেন করে লিখবেন ভালভাবে । তাহলে আপনি এর সমাধান পেয়ে যাবেন আশা করি । সাইট এডমিন হচ্ছে আমিনুল ইসলাম ভাই । এবং সাইটটির নাম হল বিডিরং.কম বা bdrong.com । ধন্যবাদ ।

    @MD. MAHMUDUL HASAN: @MD. MAHMUDUL HASAN: ভাই আমি এখানেই সমাধানটা চেয়েছিলাম। অন্যখানে এত ঝামেলায় যেতে মন চায় না। আপনাকে ধন্যবাদ, দেখি আপনি যখন বলেছে একবার চেষ্টা করি।

      @muhsinbinamin: ভাই ঠিকই বলেছেন কিন্তু আমি দেখেছি টেক টিউনসে এত টিউনসের ভিরে অনেকেই আপনার মতো এই রকম সমস্যায় পড়ে সমাধানের জন্য আসে কিন্তু সমাধান অনেক সময় পায় না । কিন্তু ব্যক্তিগত ব্লগে সমস্যা সাবমিট করলে সমাধান আজ হোক বা কাল হোক পাবার সম্ভাবনা থাকে । আমিও ওয়ার্ডপ্রেসের একটা সাধারন সমস্যায় পরেছিলাম অনেকদিন ধরে । কিন্তু ভাই জ্ঞানের অভাব থাকার কারনে এই সাধারন সমস্যাটাই আমার কাছে অনেক বড় হয়ে দাড়িয়েছিল । অবশেষে বিডিরং ব্লগের ফোরামে সাহায্য চাওয়ার পাঁচ থেকে ছয় দিন পর আমি সঠিক সমাধানটা পেয়ে যাই । তাই আপনি উপরের সাহায্যের আর্টিকেল টির মত সংক্ষেপে না লিখে আরো বিস্তারিত ভাবে লিখবেন বিডিরংফোরামে । লাগলে স্ক্রিনসট দিয়ে কষ্ট করে ভালো মত বিস্তারিত বলবেন । দেখবেন ইনশাল্লাহ্ আশাকরি সাইট এডমিন আমিনুল ভাই পারলে আপনাকে অবশ্যই সাহায্য করবেন । আমি পারলে আমিই আপনাকে সমাধান দিয়ে দিতাম । ধন্যবাদ ।

আপনি কি ক্যাটগরি ভিত্তিক পোস্ট-এর কথা বলছেন?….. যদি তাই হয় তবে পোস্ট করার সময় আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন।