Banglalion মডেম এর সফটওয়্যার ইন্সটল হচ্ছেনা

প্রথমেই সবাইকে ধন্যবাদ আমার প্রশ্নটি বিবেচনায় আনার জন্য,

আমি উইন্ডোজ ৭ ব্যাবহার করি Home premium 64 bit genuine , ইন্টারনেট এর জন্য Banglalion, model- WU216 মডেম। এতদিন কোনও সমস্যা হচ্ছিলনা, কিন্ত কিছুদিন আগে আমার মডেম সংযোগ পাচ্ছিলনা, আমি মডেম এর সফটওয়্যার টি পুনরায় ইন্সটল করতে যাই, এইবার আর ইন্সটল হচ্ছেনা। আমি ছবিসহ নিচে বিস্তারিত দিচ্ছি।

  1. প্রথমে আমি Banglalion আইকন এ ক্লিক করি।

2. তারপর এই উইন্ডো টি আসে।

3. অতঃপর এক পর্যায়ে ড্রাইভার ইন্সটল করা শুরু হয়।

4. শেষে ড্রাইভার ইন্সটল আর হয়না।

5. তারপর সফটওয়্যার ও আর ইন্সটল হয়না।

Level 0

আমি sydsadi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার মডেম এর সফটওয়ার আপডেট করতে হবে । আশে পাশে কোন কাস্টমার কেয়ার থাকলে নিয়া জান

আপনার কম্পিউটারের মাদারবোর্ডের সাথে দেওয়া ড্রাইভার সফটওয়্যার সিডিতে থাকা নেটওয়ার্ক ফোল্ডারের ড্রাইভার সফটওয়্যারগুলো ইন্সটল করে নিন। যদি গিগাবাইটের মাদারবোর্ড হয় তবে সিডি অটোপ্লে হলে ইনস্টল অল ক্লিক করে ইনস্টল করুন। ইনস্টল শেষে পিসি রিস্টার্ট করে মডেম সফটওয়্যার ইনস্টল করুন। আশা করি আর সমস্যা করবে না। কাজ হলে জানাবেন।

    Level 0

    @রাজু চৌধুরী: আমি তশিবা Satellite l655 ল্যাপটপ ব্যবহার করি, এবং আমার নেটওয়ার্ক ড্রাইভার গুলু সব আপডেট করা। আমি বেশ কয়েকবার চেক করেছি। তারপরও আপনি বলার পর আবার চেষ্টা করে দেখলাম, কোনও কাজ হলনা। :/

Level 0

আমি তশিবা Satellite l655 ল্যাপটপ ব্যবহার করি, এবং আমার নেটওয়ার্ক ড্রাইভার গুলু সব আপডেট করা। আমি বেশ কয়েকবার চেক করেছি। তারপরও আপনি বলার পর আবার চেষ্টা করে দেখলাম, কোনও কাজ হলনা। :/