আমার ব্লগে দেওয়া কোন লিঙ্ককে কিভাবে নতুন উন্ডোতে ওপেন করাবো।

আমার ব্লগে দেওয়া কোন লিঙ্ককে কিভাবে নতুন উন্ডোতে ওপেন করাবো। এ ব্যাপারে সাহায্য করলে ঊপকৃত হতাম।

আমার ব্লগে দেওয়া কোন লিঙ্ককে কিভাবে নতুন উন্ডোতে ওপেন করাবো। এ ব্যাপারে সাহায্য করলে ঊপকৃত হতাম।

আমার ব্লগে দেওয়া কোন লিঙ্ককে কিভাবে নতুন উন্ডোতে ওপেন করাবো। এ ব্যাপারে সাহায্য করলে ঊপকৃত হতাম।

Level 0

আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love Bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিংকটির উপর মাউসের ডান বাটন ক্লিক করে Open Link in new window তে ক্লিক করলেই লিংকটি নতুন উইন্ডোতে খুলবে।

    আমি বলতে চেয়েছি আমরা যখন কোন সাইটের লিঙ্কে ক্লিক করি তখন সেটি অন্য ট্যাবে ওপেন হয়। কিন্তু আমার সাইটে কোন কোন লিঙ্ক দিলে সেটি একই ট্যাবে ওপেন হয়।

    ধরি আপনি টেকটিউনস এ আপনার ব্লগ লিখছেন সেখানে এমন একটি লিংক দিতে চাচ্ছেন যেখানে কেউ ক্ণিক করলে সেটা আলাদা উইন্ডোতে খুলবে-এটাইতো? যদি আপনার প্রশ্ন বুঝতে পারি তাহলে উত্তর এই-
    যেখন কোন লেখাতে লিংক দেন তখন Insert/Edit window তে Link URL এর নিচে টার্গেট ড্রপডাউন মেনু থেকে Open Link in a new window সিলেক্ট করুন।

ভাই আপনার যদি প্রশ্ন বুঝতে পারি তাহলে উত্তর হচ্ছে, আপনি যখন কোন সাইট এর কোন লিঙ্ক এ ক্লিক করেন তখন ঐ পেজেই সেটি লোড হয়ে খোলে। কিন্ত যদি লিঙ্ক এ ক্লিক করা মাত্রই অন্য ট্যাব এ লিঙ্ক পেজটি োপেন করতে চান তাহলে নিচের কোড টি কপি করে আপনার লিঙ্ক অনুযায়ী বসান। Link Tittle Here
Your Link Here লিখার স্থানে আপনার লিঙ্ক এ ঠিকানা এবং Link Tittle Here এর জায়গায় আপনি লিঙ্ক টি কোন নামে আপনার সাইটে দিয়েছেন তান নাম। বাস্ আনার কাজ শেষে।
সমস্যায় পড়লে আমাকে ম্যাসেঞ্জারে নক করিয়েন…………………. [email protected],

আমার সাইটটি দেখে আসুন আরো বুঝতে পারবেন- http://bloggershaon.co.cc

ধন্যবাদ !!!!

ধন্যবাদ রেজওয়ান ভাই

লিঙ্কের মধ্যে target=”_blank” এই প্যারামিটার যুক্ত করে দিন, তাহলেই সব লিঙ্ক নতুন ট্যাবে খুলবে। ব্লগ পোস্ট লেখার সময়েই লিঙ্ক দিলে তখন HTML mode’এ গিয়ে এটা করে নিতে হবে। এই কাজ বার বার করতে হবে যতোবার লিঙ্ক দেবেন।

রিয়া আপু থিক বলেছেন ।