ওয়ার্ডপ্রেস 3.4 থেকে 3.5 ভার্শন এ আপগ্রেড করেছি। কিন্তু আমি যখন থিম ইন্সটল করলে থিম সেটিংস এ থিম দেখায় না আর যখন থিম ডিলিট করি তখন রিলোড দিলে থিম টি আবার ফিরে আসে।
একই সমস্যা Widget/Plugin এর ক্ষেত্রেও। ডিলিট/ইন্সটল করলে কোনো এফেক্ট দেখায় না।
আমার প্রশ্ন এই সমস্যা কি শুধু আমারই? নাকি আমার পিসি তে সমস্যা? আমি সব ব্রাউসার এর কুকি/হিস্টোরি ডীলিট করে ট্রাই করেছিলাম। হয় নাই।
সব ব্রাউসার এও ট্রাই করেছি। ঠিক হয় না।
একটি সমাধান আপনাদের কাছে আশা করছি ... ... ...
ধন্যবাদ।
আমি মোঃ নাজমুস সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 409 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও এরকম সমস্যায় আছি ভাই। আপনি কোনো সলিউশন পাইলে হেল্প কইরেন। 🙁