সাহায্য চাই..সাহায্য চাই..(please help me..)..

বিসমিল্লাহ হিররাহ মানির রাহীম।

আমার ল্যাপটপ এ ৫টি ড্রাইভ আছে ।আমি যখন ল্যাপটপ অন করি "মাই কম্পিউটার "এ যাই তখন ড্রাইভ  গুলো দেখতে পাই, কিন্তু যখন আমি আমার ল্যাপটপ কে windos7 দিয়ে setup দিতে চাই,তখন আমার ড্রাইভ গুলোর মধ্যে সুধু localdisk (c) দেখতে পাই।অন্য ড্রাইভ  গুলো দেখা যায়না (বাজার থেকে নতুন windows7 কিনে setup দিতে চাইলে ,একই সমস্যা ) ।

এখন আমার জানার প্রয়োজন ,কেন বাকি ড্রাইভ গুলো দেখা যায় না।।কারন আমি আমার ল্যাপটপ কে partition দিব । আগে এই সমস্যা ছিলো না ।দয়া করি কেউ এর সমাধান দিন..................। সমাধান জানা থাকলে please command করুন......অথবা, এই ব্যপারে কোন পোস্ট থাকলে link টা command করুন।

Level 0

আমি shamim72। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হার্ডডিস্ক পার্টিশন আপনি অন্যভাবেও করতে পারেন। আপনার পিসিতে কি কারনে সমস্য হচ্চে সেটা বলতে পারছিনা। তবে আমার পদ্ধতিটা চেষ্টা করে দেখবেন। প্রথমে windows 7 সেট দিন। c drive যখন দেখা যাচ্ছে তখন সেটা ফরম্যাট করে সেট আপ করে নিন। যদি এখন উইন্ডোজ ৭ ব্যবহার করার মধ্যেই থাকেন তবে সেটআপ না দিলেও চলবে। Start menu>Control Panel>System and Security>Administrative tools>Computer management অপশনে যান। বাম পাশের নিচের দিকে Disk management অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন। আপনার হার্ডডিস্ক এর সবগুলো পার্টিশন দেখতে পাবেন। এখন c drive ব্যাতিত বাকি যে ড্রাইভগুলোতে কার্সর রেখে রাইট ক্লিক করলে delete volume অপশন দেখবেন। এভাবে c drive বাদে সবগুলো ড্রাইভ ডিলিট করলে একটি আনলোকেটেড ড্রাইভ দেখবেন যেটাতে হার্ডডিস্ক এর ফ্রি স্পেস সো করবে। এই ড্রাইভটির উপর রাইট ক্লিক করে new simple volume এ ক্লিক করুন এবং নতুন করে পার্টিশন করুন। বাকি কাজগুলো আপনি করলেই বুঝতে পারবেন। নতুন করে পার্টিশন করার পর মনের সন্দেহ দুর করার জন্য একবার আবার উইন্ডোজ সেট আপ করে দেখুন সবগুলো ড্রাইভ দেখা যায় কিনা ইনস্টলেশন এর সময়।