সবাই কেমন আছেন। আমার কম্পিউটারে এক্স পি ৩ এবং উবুন্টু ৯.১০ চলে। কিন্তু বিল্টইন গ্রাফিক্স মেমরি কম হওয়ায় এক্স পি তে গেম খেলতে সমস্যা হয়। তাই গেম খেলতে হলে এজিপি কার্ড লাগে। কিন্তু উবুন্টুতে এজিপি কার্ড কাজ করে না। কোন ব্রান্ডের এজিপি কার্ড উবুন্টুর সাথে কাজ করে কেউ জানলে প্লিজ জানান।
আমার মাদারবোর্ড ৮৪৫ জি
স্পিড ১.৮ গি.হা.
পেন্টিয়াম ৪
আমি Faisal Molla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে, তো ড্রাইভার উবুন্টু নিজেই নামিয়ে নেয়ার কথা।
একটা অপশন আছে খুজে দেখেন।
আমি যখন ৯.১০ ব্যবহার করতাম তখন আমার AGP কার্ড ছিল nvedia