আমি যখন গুগল ক্রোমে কোন কিছু পড়ি যেখানে বাংলা এবং ইংরেজী একসাথে রয়েছে ,অথবা কোন কিছু বোল্ড বা হাইপার লিঙ্ক হিসেবে রয়েছে তখন লেখাগুলো পরস্পরের উপর ওভারল্যাপ করে । নিচের ছবির মত
আমার বর্তমানে ক্রোমের ফন্ট সেটিংস নিম্নরূপ এবং আমি unicode utf 8 এনকোডিং ব্যবহার করছি ,
আমি ফন্ট এবং ফন্ট সাইজ পরিবর্তন করেও দেখেছি , কোন উপকার পাইনি । কেউ যদি এই সমস্যার কারন অথবা সমাধান বলতে পারেন তাহলে উপকৃত হবো ।
আমি শুভ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি SiyamRupali Font ব্যবহার করে দেখেন। আশা করি কাজ হবে।
আমি ব্যবহার করেছি এবং বাংলা ক্লিয়ার দেখা যায়।