google ক্রোমে লেখা দেখা নিয়ে সমস্যা

আমি যখন গুগল ক্রোমে কোন কিছু পড়ি যেখানে বাংলা এবং ইংরেজী একসাথে রয়েছে ,অথবা কোন কিছু বোল্ড বা হাইপার লিঙ্ক হিসেবে রয়েছে তখন লেখাগুলো পরস্পরের উপর ওভারল্যাপ করে । নিচের ছবির মত

আমার বর্তমানে ক্রোমের ফন্ট সেটিংস নিম্নরূপ এবং আমি unicode utf 8 এনকোডিং ব্যবহার করছি  ,

আমি ফন্ট এবং ফন্ট সাইজ পরিবর্তন করেও দেখেছি , কোন উপকার পাইনি । কেউ যদি এই সমস্যার কারন অথবা সমাধান বলতে পারেন তাহলে উপকৃত হবো ।

Level 0

আমি শুভ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি SiyamRupali Font ব্যবহার করে দেখেন। আশা করি কাজ হবে।
আমি ব্যবহার করেছি এবং বাংলা ক্লিয়ার দেখা যায়।

সিয়াল রূপালীও ব্যবহার করেছি , বাংলা লেখা দেখতে আমার কোন সমস্যা হয়না । সমস্যা তখনই হয় যখন বাংলা ইংরেজী একসাথে , অথবা কোন হাইপার লিঙ্ক থাকে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ

Level 0

ক্রমান্ময়ে ফন্টগুলো সেট করুন,
1. Standard font > Times New Roman
2. Serif font > Times New Roman
3. Sans-serif font > Siyam Rupali
4. Fixed-width fornt > Courier New

Encoding Western ISO 8859

এই সেটিং আমার ভাল কাজ করে।

Level 2

@Zia সিয়াল রূপালীও ব্যবহার করেছি. সমস্যা তখনই হয় যখন বাংলা ইংরেজী একসাথে, কোন হাইপার লিঙ্ক থাকে ।