আমি প্রায় ৭-৮ দিন আগে আমার কম্পিউটারে Windows 8 Pro সেটআপ দিয়েছিলাম। এবং একটি এক্টিভেটর দিয়ে তা এক্টিভেটও করেছিলাম। কিন্তু কোন এক কারনবশত আমি আবার আমার কম্পিউটারে Windows 8 pro পুনরায় সেটআপ দেই। এখন সেই এক্টিভেটর দিয়ে আর আগেরমত এক্টিভেট হচ্ছে না। ডিভিডিতে দেওয়া পদ্ধতিও ব্যবহার করেছি। কিন্তু কোন ফল পাইনি। টেকটিউনস এ যে সকল পদ্ধতিতে এক্টিভেট করর জন্য টিউনস করা হয়েছিলো, তার প্রায় সবগুলোই চেষ্টা করেছি। কিন্তু সবই বৃথা! এখন আমি কি করতে পারি? দয়া করে কেউ আমায় সাহায্য করুন।
আমি shariful007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.mediafire.com/?7wt1osnpa2v2f94