আসসালামুয়ালাইকুম,
প্রথমেই আমার প্রিয় টেকটিউন্স, সকল ভিজিটর, টিউনার সহ সকলের প্রতি আমার শ্রস্ধা জ্ঞাপন করছি। কেমন আছেন সবাই? আপনাদের উদ্দেশ্যে এটাই আমার ২য় টিউন। তাই ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই। কারো জানা থাকলে দয়াকরে জানাবেন,
আমি আমার liberty reserve অ্যাকাউন্ট থেকে কি ভাবে টাকা আমার MasterCard অ্যাকাউন্টে transfer করব। আপনাদের জানা থাকলে দয়াকরে আমাকে সাহায্য করবেন ।
আশা করি আমি এই ব্যাপারে আপনাদের কাছে সাহায্য পাব ।
আমি নাছরুল্লাহ আলকাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, যখন payoneer mastercard দিয়ে টাকা তোলেন, তখন কিরকম চার্জ কাটে, কোথায় কাটে একটু কাইন্ডলি জানাবেন? আমারও মাস্টারকার্ড আছে পেওনিয়ার এর…এখন বাইরে থেকে টাকা western union দিয়ে আনলে চার্জ কম হবে নাকি মাস্টারকার্ড দিয়ে উঠালেই কম চার্জ হবে?