এক্সপার্ট ভাইরা প্লিজ আমাকে বাচান ! হ্যাকড হওয়া জিমেইল উদ্ধার সংক্রান্ত

  • সবচাইতে বড় বড় এক্সপার্ট টেকিগণ এখানে রায়েছেন তাই আপনাদের শরনাপন্ন হলাম। ঘটনা হলো আমার অনবরত বিভিন্ন একাউন্ট হ্যাক হচ্ছে। আমি দুটি সম্ভাব্য কারণ চিহিৃত করেছি। তা হলো সামুতে আমি ইসলাম নিয়ে কিছু লিখা লিখি করেছিলাম, যার ফলে আমার কিছু নাস্তিক ভাই শত্রুতে পরিণত হয়েছেন। এবং তাদের পাতা ফাদ কিছু ফিশিং লিঙ্ক এ আমি প্রবেশ করেছিলাম। যার ফলে আমার সামু, জিমেইল ও ফেবু একাউন্ট হ্যাক হয়। আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে টিটিতে কিছু দিন আগে আমি পাগল নামে একজন ফ্রি ইন্টারনেট ব্যাবহারের একটি ট্রিক্স দিয়েছিল। আশা করি সবাই জানেন। এবং তার টিউনে ব্যাপক সাড়া পড়েছিল। আমিও তার সফ্টওয়্যারটি ইন্সটল করেছিলাম। তারপরে যে কাহিনীটা লক্ষ্য করলাম তা হলো আমার মাই কম্পিউটারের নির্দিষ্ট চারটি ড্রাইভ ছাড়াও আরেকটি অতিরিক্ত ড্রাইভ তৈরী হয় যা আমি তৈরি করিনি। রিকভার সিস্টেম না জানি কি নাম ছিল ওটার। কালকে আমি সব ড্রাইভ ডিলিট করে নতুন করে পিছি সেটআপ দিয়েছি তাই নামটা উল্লেখ করতে পারলাম না। তাই আমি আশঙ্কা করছি যে হয়ত সেই ফ্রি ইন্টারনেট ট্রিক্স বিষয়ক টিউন দাতা আমার পিছিতে তার কিলেগার সেট করে রাখতে সমর্থ হয়েছিল। যার ফলে আমি কোন ব্রাউজ করতে গেলেই একটা এলার্ট আসত যে, আপনার পিছি থার্ড পার্টির নজরে রয়েছে এ জাতিয় একটি মেসেজ দেখাত। যাই হোক এখন আমি সকল কিছু মুছে দিয়ে নতুন করে উইন্ডোজ সেট আপ দেয়ায় হয়ত বিপদ মুক্ত হয়েছি, যদিও শিওর নই। তবে আজ আপনাদের কাছে সাহায্যের আবেদন নিয়ে এসেছি যে বিষয়ক তা হলো আমার একটি জিমেইল উদ্ধার করা একান্তই প্রয়োজন। আমার টোটাল দুইটি জিমেইল, দুইটি ইয়াহু, দুইটি ফেবু, দুইটি সামু আইডি হ্যাক হয়েছে। এগুলোর মধ্যে একটি জিমেইল ফিরে পাওয়া আমার একান্তই দরকার। কিন্তু আফসুসের বিষয় হলো সে জিমেইল এর মোবাইল ভেরিফিকেশন করা ছিল না, তাছাড়া রিকভার করতে গেলে যে সিকিউরিটি প্রশ্ন থাকে তার উত্তর যা দিচ্ছি তা ভুল বলতেছে, হয়ত হ্যাকার সকল কিছু পরিবর্তন করে ফেলেছে। তাই এক্সপার্ট কোন সহৃদয় ভাই যদি আমার সাহায্যে একটু এগিয়ে আসতেন খুবই কৃতজ্ঞ থাকতাম। আমার জিমেইল টি ফিরে পাওয়া খুবই দরকার। প্লিজ হেল্প মি কাইন্ডলি !!!

Level 0

আমি Najib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি চাইলে আমি আপনার একাউন্ট টি রিকোভার করতে চেষ্টা করতে পারি । চাইলে ফোন করুন ০১৮২৬৫২৮২৯১

Level 0

najib আপনার ৩য় টিউনটি কি ডিলিট করা হয়েছে। আমি একটা কপি রেখেছি অনেক কষ্ট করে লিখেছেন যদি চান তবে ইমেইল আইডি দেন।

    Level 0

    Thnx vai, amar kase asem kisu din pore tune korbo.