একটি মানবিক আবেদন। সবার দৃষ্টি আকর্ষণ করছি।

নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)। এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময় আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে। কারন রুশানের জন্মগতভাবে হার্টের একটি ভাল্ব নেই। তিন বছর যাবত সে ঔষধের সাহায্যে বেঁচে আছে। কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল। একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না। এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়। আস্তে আস্তে নিভে যাচ্ছে ছোট্ট রুশানের জীবন প্রদীপ।

রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই। সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিশু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে রুশান ও তার আরো দুই সন্তানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতেই পারেন না। এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল। তিনি কি পারবেন আপনাদের সাহায্য ছাড়া নিজের সন্তানকে বাঁচাতে? কতটা অসহায় হলে পিতা/মাতা বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাতে ???এই শিশুটি ক্রমেই এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। কোথায় পাবে এই টাকা রুশানের অসহায় মা? রুশান কি সত্যিই এই অসময়ে চলে যাবে?

 বিস্তারিত দেখুন 

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসলেই বেদনাদায়ক। এই পৃথিবীতে একটা মস্ত বড় জাহান্নাম আছে, চেনেন কি তারে ? গরিব মানুষেরা এই দেশ টারে জাহান্নাম মনে করে, আসলেই তাই।
সাহায্য করার কেউ নাই কিন্তু লোক দেখানো সাহায্য করার মানুষের অভাব নাই এই দেশে।