আসসালামু আলাইকুম
সবাই কেমন আসেন।আজ হতে আমি ও আপনা দের একজন সদস্য।এটা আমের প্রথম লেখা।দয়া করে ভুল ত্রুটি গুল ক্ষমা করবেন।
আমার মোডেমটি কোন ভাবে এ আনলক/ইউজ করতে পারছি না।
এটা আমার মোডেম এর সামনের সাইড।
এটা আমার মোডেম এর পিছনের সাইড।
যখন মোডেম পিসি তে যুক্ত করি
আনলক করতে পারি না,সমস্যা দেখুন।
এখন আমি কি করতে পারি।আজ ২দিন ধরে ট্রাই করছি।ফলাগফল শুন্য।আমি বুজতে পারছি না কেন নিচে modem not fund দেখাচ্ছে কিন্তু উপরে modem found:sspda modem দেখাচ্ছে।আমি জিপি সিম দিয়া ট্রাই করেছি।কি করি বলুন তো।
আমি mayhady। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
থ্রি জি মডেমে ২ জি সিম চালাবেন ? গ্রামীনকে ২ বলা হলেও অরিজিনালি এটা কোন জি এর ভিতর পড়ে না।
দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান মডেম, তো আর কি করবেন- বেনাপোল থেকে একটা ইন্ডিয়ার থ্রিজি সিম কিনে ট্রাই করতে থাকুন।
থ্রিজি মডেম কেনার আগে থ্রিজি সিম কেনা প্রয়োজন। একটা টেলিটক থ্রিজি সিম কিনুন আর এটা দিয়ে টেস্ট করার পরে নতুন মডেম কিনুন, যদি প্রবলেম সল্ভ না হয়।