আমার মডেম ৫-৭ মিনিট পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আবার নিজেই কানেক্ট হচ্ছে। আর নিচে একটা ম্যাসেজ দেয় this device can perfrom fester এটা বন্ধ করার কোন উপায় আছে যদি থাকে তাহলে আমাকে দেন এরকম যদি ৫ থেকে ৭ হয় তাহলে যে কার মেজাজ খারাপ হয়ে যাবে
এই সমস্য থেকে মুক্তিপাব কিভাবে। আভিজ্ঞ দের সাহায্য দরকার।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ল্যাপটপ নাকি ডেক্সটপ কম্পিউটার ব্যাবহার করেন। ডেক্সটপ হলে CPU খুলে মাদারবোর্ড এর লাইন গুলো খুলে আবার লাগিয়ে নিন। তারপর কাজ নাহলে উইন্ডোজ ইন্সটল করুন। আসা করি হয়ে যাবে
১. মডেম ড্রাইভার সফটওয়্যার পুনরায় ইনস্টল করে দখুন। ২. অন্যান্য ইউএসবি পোর্ট গুলোতে লাগিয়ে দেখুন। ৩. মাদারবোর্ড ড্রাইভার সফটওয়্যার সিডি থেকে সবগুলো ড্রাইভার সেটআপ করে নিন অথবা, সিডিতে নেটওয়ার্ক লেখা কোন ফোল্ডার খুঁজে পেলে সেখান থেকে সফটওয়্যারগুলো ইন্সটল করে নিন। ৪. অন্য কারো কম্পিউটারে মডেম চালিয়ে দেখুন কাজ করছে কিনা। কারন, মডেম এর সমস্যা ও হতে পারে। ৫. উইন্ডোজ পরিবর্তন করে দেখতে পারেন অর্থাৎ ৭ ব্যবহার করলে এক্সপি দিয়ে চেষ্টা করে দেখুন। ৬. কোন কিছু কাজ না করলে মডেম এক বালতি পানিতে চুবিয়ে রাখুন।
আমার রবি মডেম এ এই সমস্যাটা খুব বেশি হত। প্রথমে কিছুদিন এক্সপিতে চালাতাম। কিন্তু ৭ ইনস্টল করলেই সমস্যা। সিপিইউ এর পেছনে নেটওয়ার্ক পেতামনা। তাই এক্সট্রা ক্যাবল কিনে এনে পেছনের পোর্ট থেকে কানেকশন দিলাম সব ঠিক। আবার আমার এক ফ্রেন্ড বাংলালায়ন ব্যবহার করে কিন্তু কিছুতেই কানেকশন দিতে পারছিলনা। পরে জানলাম দোকানে নিয়ে উইন্ডোজ দিয়েছে মাদারবোর্ড সেটআপ দেয়নি। মাদারবোর্ড দেওয়ার সাথে সাথে কাজ হয়ে গেল।
আপনি ল্যাপটপ নাকি ডেক্সটপ কম্পিউটার ব্যাবহার করেন।
ডেক্সটপ হলে CPU খুলে মাদারবোর্ড এর লাইন গুলো খুলে আবার লাগিয়ে নিন।
তারপর কাজ নাহলে উইন্ডোজ ইন্সটল করুন। আসা করি হয়ে যাবে