আমি কিছুদিন আগে windows 8 install করি িএর পর আমার pc তে অন্যি আরএকটি Drive এ Windows 7 Install করি। সমস্যা হচ্ছে আমি করে PC চালু করলে Windows 8 সরাসরি চালু হয়ে যায়।
কিন্তু Restart করলে boot manager আসে ও windows 8 / windows 7 কোনটা চালু করব সেই option আসে। আমি pc start দিযে সরাসরি boot manager পেতে চাই।
যাতে করে আমি আমার পছন্দ মত যে কোন Windows এ ঢুকতে পারি। সকল টিউনারদের কাছে আমার এই আকুল অনুরোধ। দয়া করে আমাকে সাহায্য করুন।...এটি আমার প্রথম পোষ্ট। কোন ভূল ত্রুটি হলে ক্ষমার চো্খে দেখবেন।
আমি shakil10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।