রুশানের জন্য ভালোবাসা … হাত বাড়িয়ে দিন

রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন

রুশান প্রায়ই বলে যে কথাটি-
আমি রুশান বাবু চলে গেলে, তোমরা আমাকে কোথায় পাবে?

নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)। এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময়। কিন্ত ভাগ্যের র্নিমম পরিহাস, আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে। কারন রুশানের জন্মগতভাবে হার্টের একটি ভাল্ব নেই। তিন বছর যাবত সে ঔষধের সাহায্যে বেঁচে আছে। কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল। একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না। এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়। আস্তে আস্তে নিভে যাচ্ছে ছোট্ট রুশানের জীবন প্রদীপ।

রুশান ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডাঃ শহিদুল ইসলামের তত্তাবধায়নে আছে। রুশান আগামী ৯ ই ডিসেম্বর ঢাকায় আসবে।
রুশানের অসুখটার মেডিকেল নাম- Bicuspid Aortic Valve, Mild AS And mild AR, Mild CoA

রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই। সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিশু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে রুশান ও তার আরো দুই সন্তানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতেই পারেন না। এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল। তিনি কি পারবেন আপনাদের সাহায্য ছাড়া নিজের সন্তানকে বাঁচাতে? কতটা অসহায় হলে পিতা/মাতা বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাতে ??? এই শিশুটি ক্রমেই এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। কোথায় পাবে এই টাকা রুশানের অসহায় মা? রুশান কি সত্যিই এই অসময়ে চলে যাবে?

আমরা কয়েকজন ব্লগার রুশানের জন্য কিছু করার তাগিদ অনুভব করছি। কিন্তু সীমিত সাধ্যে শুধু এই কয়েকজনের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব না। এমতবস্থায় আজ ২৩/১১/১২ইং খিলগাওয়ে শিপু ভাইয়ের অফিসে আমরা কয়েকজন ব্লগার একত্র হয়ে আলোচনা করি। মিটিং এ নিম্নোল্লেখিত সিদ্ধান্ত গৃহিত হয়-

১) রুশানের চিকিৎসা সংক্রান্ত সকল নথি সংগ্রহ ও রুশানের পরিবারের সাথে লিয়াজো রক্ষার দ্বায়িত্ব প্রদান করা হয় ব্লগার আমিনুর রহমান (০১৭৫৫৩০৬০২১) কে।

২) ব্লগারদের থেকে সাহায্য সংগ্রহ করা হবে। ব্লগাররা রুশানের মায়ের একাউন্টে টাকা জমা দিতে পারবে। এজন্য ডাচ বাংলা ব্যাংকে একটি একাউন্ট খোলা হবে। ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে সহায়তা করবেন ব্লগার কান্ডারি অথর্ব (০১৯৩০০৭৪৯০১) ও আমিনুর রহমান। তাছাড়া “বিকাশ” ব্যবহার করে টাকা দেয়া যাবে।

৩) বিভিন্ন ইভেন্ট আয়োজন করে সাহায্য সংগ্রহ করা হবে। পথনাটক, কনসার্ট, চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। এ ব্যাপারে ব্লগার srjony (০১৬৭৩২৫৮০৫৯) এবং কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭) কে দ্বায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে আগ্রহী ব্লগারদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

৪) কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে স্পন্সর অথবা সাহায্য সংগ্রহের জন্য ব্লগার srjony এবং কাল্পনিক_ভালোবাসা কে দ্বায়িত্ব প্রদান করা হয়।

৫) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাহায্য সংগ্রহের জন্য ব্লগার মেহেদী হাসান মাহী (০১৭৩৭৪৮৯৫৩৫) ও ব্লগার তামিম ইবনে আমান (০১৮২৯২৬০১৯০) কে দ্বায়িত্ব দেয়া হয়।

৬) পিঠা উৎসব, পেইন্টিং ও ফটোগ্রাফ প্রদর্শনীর জন্য দ্বায়িত্ব প্রদান করা হয় ব্লগার সঞ্জয় নিপু (০১৬১৫৬০৫০০৫), একজন আরমান (০১৯১৮০৫০৫৮০) ও ঘুড্ডির পাইলট(০১৮৪৩৮৮৮৮৮১) কে। ব্লগের চিত্রশিল্পী ও ফটোগ্রাফারদের ব্লগার “একজন আরমান” এর সাথে যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।

৭) বিভিন্ন দাতা সংস্থা/ এনজিও’র সাথে আলাপ করবেন কাল্পনিক_ভালোবাসা। এ বিষয়ে যারা হেল্প করতে পারবেন তারাও দয়া করে আওয়াজ দিন।

৮) সমন্বয়কের দ্বায়িত্ব দেয়া হয় ব্লগার শিপু ভাই (০১৬৭১৩২৯৫১১) কে।

বাংলাদেশে লক্ষ শিশু অসুস্থ হয় প্রতিদিন। সবার কথা আমরা জানি না। আমরা অন্তত একটি শিশুর জন্য এগিয়ে আসি। সামহোয়ারইন ব্লগাররা ইতোপূর্বে অনেক অসহায় মানুষের সাহায্যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন আরেকবার- শিশু রুশানের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই। বেচে থাক বাবুটা!!!

যারা সাহায্যের হাত বাড়াতে চান-

ইসমত রায়হানা।
সঞ্চয়ী হিসাব নং : ৩৮৩২
সোনালী ব্যাংক
আব্দুর রব সেরিনিয়াবাত সড়ক,
বি এম কলেজ রোড শাখা,
বরিশাল।
রুশানের নানীর মোবাইল : ০১৭২৮-১৫১৮০৫

মূল লিংক

Level 0

আমি টগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস