আমি টেকটিউনের একজন গুপ্ত পাঠক। মানে প্রতিদিন এসে পড়ি ,দেখি, শিখি । কিন্তু কখনও লিখিনা এবং লগইন করিনা। আজ একটা সমস্যায় পড়ে লিখতে বসলাম। কয়েকদিন আগে একটা টিউন দেখলাম ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানোর। সবকিছুই ঠিকমত চলল। ওয়েব সাইটের ঠিকানা >> http://www.brfun.tk/
এখন সমস্যা হল নতুন করে প্রিমিয়াম থিম ডাউনলোড করে ইনসটল করতে পারছিনা । আপলোড দিলে বলছে
do you want to do this ? please try again.
ওয়ার্ডপ্রেস গুরুদের সহায়তা চাইছি। আর কেউ যদি আমাকে একটা ভাল অনলাইন সংবাদপত্রের থিম দিত তাহলে আরও ভাল হত।
সর্ব সাকুল্যে ধন্যবাদ......................................পলাশ
আমি md palash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।