গতকাল আমি ওডেস্ক-এ একটি কাজ পেয়েছি। কাজটি আওয়ারলি বেসিস ঘন্টা $৩ উএসডি। তো বায়ার আমাকে কাজ বুঝিয়ে দিয়েছে। আমি কাজ বুজেনিয়েছি। যেহেতু, কাজটি আওয়ারলি বেসিস কাজটি মনিটর করার জন্য কোন সফ্টয়্যার ব্যাবহার করতে হবে যেমন ওডেস্ক টিম রুম টাইপের কিছু। নাকি আমি কাজ করে যাব।
দয়াকরে ওডেস্কে এ ব্যাপারে যারা অভিজ্গ তারা সাহায্য করবেন।
আমি ধূমকেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অবশ্যয় ওডেস্ক টিম সফটওয়্যার চালু করে কাজ করতে হবে
তা না হলে আপনার অ্যাকাউন্ট এ কন টাকা জমা হবে না ।