আমার ফেসবুকের সিকিউরিটি বাড়ানোর জন্য সিকিউর ব্রাউজিং ACTIVE করেছিলাম। কেউ যদি কোন unknown device থেকে লগইন করে তাহলে মোবাইলে একটা কোড আসবে। সেই কোড প্রবেশ করিয়ে লগইন করলেই কেবল লগইন হবে। কিন্তু আমি সার্ভিস টি active করার পর লগইন দিলাম। লগইন দেবার পর বলা হল যে a security code has sent to your mobile number. কিন্তু আমার মোবাইল এ কোন কোড আসেনি। এভাবে আবার ট্রাই করলাম। সেবারও কোড এলো না। অনেকবারি ট্রাই করলাম। প্রতিবারি বলে যে কোড পাঠানো হয়েছে কিন্তু কোড আসে না। আর এখন লগইন করতে গেলে নিচের ছবির ম্যাসেজটি দেয়।
খুব বিপদে আছি ভাই। প্লিজ কেউ আমাকে একটু এই বিপদ থেকে উদ্ধার করেন। আমি কিভাবে আমার ফেসবুক account recover করবো কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে কেউ এই বিপদ থেকে উদ্ধার করুন। প্লিজ প্লিজ প্লিজ... আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...