আসসালামু আলাইকুম, আজকে আমি আবার আপনাদের আনুকুল্য কামনা করছি আমার ব্লগ টির বয়স সাড়ে তিন মাস এবং ১৬ টির মতন পোস্ট করা হয়েছে এবং আরো পোস্ট করা হবে, সময়ের অভাবে পোস্ট করা হয়না. আমার ব্লগের বিষয় হলো টেকনোলজি আপনারাও দেখতে পারেন =>shafkatworld.blogspot.com
সমস্যা হচ্ছে হয়ত আসতে আসতে আমি আমার ব্লগের পোস্ট বাড়াতে পারব কিন্তু আমাদের অতি আগ্রহের বিষয় সেটি হলো গুগল অদ্সেন্সে অপ্রূভে করা কিভাবে আমি অদ্সেন্সে অপ্রভে করব ? আমি মাস তিন এক আগে এপলাই করার পর গুগলে আমার টা deny করে দেয় তাহলে কি আমি আর গুগল অদ্সেন্সে পাব নাহ ? আর যদি পাই তাহলে কিভাবে পাব ? আরেকটি বিষয় হলো ব্লগ থেকে পে পার ক্লিক কিভাবে পাব ? উত্তর জানাবেন আর আমার ব্লগটি কেমন জানাবেন...ধন্যবাদ
আমি Shafkat Aziz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে ব্লগিং, এসইও শেখেন তারপর এডসেন্সের চিন্তা মাথায় আনবেন। এগুলো শেখার হাজার হাজার টিউন আছে টেকটিউন্সে। আপনি চাইলে এখন চিটিকা ও ইনফোলিংকস ট্রাই করতে পারেন।