আমার কোন পেপাল বা ক্রেডিট কার্ড নাই। কিন্তু আমি amazon.com থেকে কিছু kindle books এবং আরও কিছু ডিজিট্যাল প্রোডাক্ট কিনতে চাই। আমার তেমন কেউ নাই যে আমাকে এগুলো কিনতে সাহায্য করতে পারে। আর এগুলোর দাম খুব বেশি না যে কাউকে দিয়ে প্রেমেন্ট করিয়ে নিব। কারণ অল্প প্রেমেন্ট কেউ করতেও চায় না। তাই আমি আপনাদের কাছ থেকে একটা সমাধান চাইছি।
আমার মাঝে মধ্যে amazon.com থেকে কিনাকাটার প্রয়োজন পরে। কোন ক্রেডিট কার্ড, পেপাল অথবা amazon store card কেউ যদি সেল করতে চান তাহলে আমাকে জানাবে। আমি কিনতে আগ্রহী।
আমি এটা নিয়ে বেশ বড় বিপদে আছি। যারা এ বিষয়ে জানেন বা আমাকে সাহায্য করেতে পারবেন, দয়াকরে তারা আমার সেথে যোগাযোগ করবেন
ধন্যবাদান্তে
এ্যালেক্স
আমি Alex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই ফেইজবুক এ এই গ্রুপটায় জয়েন করেন। ওরা আলাদা একটা চার্জ কেটে (শিপিং+ট্যাক্স) নেয়। আর ডলার কিংবা পাউন্ডও কিছুটা বেশি হারে নেয় যেমনঃ ১$= ১০৫/১১০/১১৫ টাকা। আপনি যদি মনে করেন আপনার চাহিদানুযায়ী পন্য বাংলাদেশে নাই অথবা দাম বেশি সেগুলো আনাতে পারেন। আর আমার মতে ওরা ভাল সার্ভিস দেয়, কারণ আমিও ২টি প্রোডাক্ট আনিয়েছিলাম। ওরা Amazon, eBay & অন্যান্য ট্রাস্টেড শপ এর অর্ডার নেয়।
গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/amazon.co.bd/