রেডিও ফ্রীকুয়েন্সি দিয়া পিসি টু পিসি LAN করতে চাচ্ছি । বিজ্ঞ ভাই বোন সহ সকলের মতামত চাই ।

টেকটিউনস এর সকল ভাই ও বোনদের  আমার সালাম ও আদাব । আমি প্রথমে বলতে চাই যে পৃথিবী আজ যে পর্যায়ে এসে গেছে যেখানে সফটওয়্যার ও হার্ডওয়্যার দিয়ে নতুন কিছু তৈরি করা আজ অশম্ভভ কিছু না । আমি কিছু দিন যাবত চিন্তা করছিলাম রেডিও তে আমরা আন্টিনা ব্যাবহার করি । টিভি তে আমরা আন্টিনা ব্যাবহার করি কিন্তু আমরা পিসি তে কেনো আন্টিনা ব্যাবহার করি না ???

আমরা হাজার হাজার টাকা খরছ করে পিসি কিনি কিন্তু আমরা নিজ এলাকা থেকে ও কোন ফাইল পেতে উচ্চ মূল্যে ( ইন্টারনেট ) খরছ করতে হয় । যার অন্যতম কারন ১।  আমরা আমাদের অপারেটর উপর পুরা নির্ভরশীল । ২। পিসি LAN করা অনেক ঝামেলা ও অনেক তার তুর লাগে যার ফলে কেওই চাবেনা যে তার পিসি থেকে পাশের বাড়ির পিসি এর সাথে LAN সংযোগ হক । তাহেলে এখন উপায় ?

যা যা লাগবে

আমি রেডিও ফ্রীকুয়েন্সি দিয়া পিসি টু পিসি লেন করতে চাচ্ছি । ও এর জন্য দরকার একটা রেডিও সেন্ট ও রিসিভার ডিভাইস With USB Cable Line ও এন্টিনা । রিসিভার কে কন্ট্রোল করার জন্য Driver Disk ও যাবতীয় সফটওয়্যার । যদি এই ভাবে পিসি টু পিসি লেন করা যায় তাহলে পিসি এর ব্যাবহার আরও বৃদ্ধি পাবে । আমাদের সবসময় মডেম এর উপর নিরভর থাকার প্রয়োজন পড়বে না । আমরা অফুরন্ত ( ফাইল ও নেট ) সেয়ারিং এর সুবিধা পাবো । রেডিও ওয়েভ / Frequency অনেক ঘন ও তিব্র হয়ায় ১০MBps পর্যন্ত স্পীড হতে পারে ।

আমরা পিসি এর  একটি আলাদা ৫জিবি ড্রাইভ Small LAN সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি । এটি সংযোগ রত প্রতি পিসি এর IP, MACK ও User Name / এডমিন নেম Show করবে । অনেকটা ব্লুটুথ ডিভাইস এর মতন হতে পারে । এখানে Small LAN সার্ভার ব্যাবহার করার ফলে যদি ১ টা পিসি এর  LAN Frequency ১ কিলোমিটার হয়  তাহলে ১ কিলোমিটার এর সব পিসির সাথে পিসি টি Connect হবে । কিন্তু অন্যান্য পিসি এর সাথে আরও যে পিসি কানেক্ট থাকবে সেগুলো ও দেখা যাবে ও তাদের সাথে ও কানেক্ট হওয়া যাবে । যার ফলে দুরত্ত বৃদ্ধি পাবে ।

তাই আমি বিজ্ঞ ভাই বোন সহ সকলের মতামত ও সাহায্য চাই ।

আমার প্রথম টিউন দেখুন :-  ডুয়াল বুট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি

Level 0

আমি Hasan Rintu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুণ আইডিয়া। আপনি WI-FI ব্যবহার করে WIRELESS LAN করতে পারেন।
http://en.wikipedia.org/wiki/Wi-Fi

Level New

wifi deay 1 km may be jaby na maximum 2ta room cover doya jaby

ami kivabe ekta blog korbo kew ki bolte paren?

ওয়াইফাই দিয়ে করতে পারবেন।

রেডিও দিয়ে করলে পুলিশ ধরে নিয়ে যাবে টের পাওয়া মাত্র, বাংলাদেশে পারমিশন নাই। লিগালি করতে গেলে পয়সা দিয়ে ফ্রিকোয়েন্সি নিতে হবে। আর কম ফ্রিকোয়েন্সি দিয়ে দ্রুত গতিতে ডাটাপও পাঠাতে পারবেন না। একটু ভেবে দেখুন ১০ এমবিপিএস স্পীড পেতে আপনাকে ৮০০-১০০০ মেগাহার্টজ সিগনাল ব্যবহার করতে হবে। এত হাই ফ্রিকোয়েন্সির ডিভাইস বানাতে গেলে তার দিয়ে পুরা এলাকা কভার করাই সহজ হবে।