টেকটিউনস এর সকল ভাই ও বোনদের আমার সালাম ও আদাব । আমি প্রথমে বলতে চাই যে পৃথিবী আজ যে পর্যায়ে এসে গেছে যেখানে সফটওয়্যার ও হার্ডওয়্যার দিয়ে নতুন কিছু তৈরি করা আজ অশম্ভভ কিছু না । আমি কিছু দিন যাবত চিন্তা করছিলাম রেডিও তে আমরা আন্টিনা ব্যাবহার করি । টিভি তে আমরা আন্টিনা ব্যাবহার করি কিন্তু আমরা পিসি তে কেনো আন্টিনা ব্যাবহার করি না ???
আমরা হাজার হাজার টাকা খরছ করে পিসি কিনি কিন্তু আমরা নিজ এলাকা থেকে ও কোন ফাইল পেতে উচ্চ মূল্যে ( ইন্টারনেট ) খরছ করতে হয় । যার অন্যতম কারন ১। আমরা আমাদের অপারেটর উপর পুরা নির্ভরশীল । ২। পিসি LAN করা অনেক ঝামেলা ও অনেক তার তুর লাগে যার ফলে কেওই চাবেনা যে তার পিসি থেকে পাশের বাড়ির পিসি এর সাথে LAN সংযোগ হক । তাহেলে এখন উপায় ?
যা যা লাগবে
আমি রেডিও ফ্রীকুয়েন্সি দিয়া পিসি টু পিসি লেন করতে চাচ্ছি । ও এর জন্য দরকার একটা রেডিও সেন্ট ও রিসিভার ডিভাইস With USB Cable Line ও এন্টিনা । রিসিভার কে কন্ট্রোল করার জন্য Driver Disk ও যাবতীয় সফটওয়্যার । যদি এই ভাবে পিসি টু পিসি লেন করা যায় তাহলে পিসি এর ব্যাবহার আরও বৃদ্ধি পাবে । আমাদের সবসময় মডেম এর উপর নিরভর থাকার প্রয়োজন পড়বে না । আমরা অফুরন্ত ( ফাইল ও নেট ) সেয়ারিং এর সুবিধা পাবো । রেডিও ওয়েভ / Frequency অনেক ঘন ও তিব্র হয়ায় ১০MBps পর্যন্ত স্পীড হতে পারে ।
আমরা পিসি এর একটি আলাদা ৫জিবি ড্রাইভ Small LAN সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি । এটি সংযোগ রত প্রতি পিসি এর IP, MACK ও User Name / এডমিন নেম Show করবে । অনেকটা ব্লুটুথ ডিভাইস এর মতন হতে পারে । এখানে Small LAN সার্ভার ব্যাবহার করার ফলে যদি ১ টা পিসি এর LAN Frequency ১ কিলোমিটার হয় তাহলে ১ কিলোমিটার এর সব পিসির সাথে পিসি টি Connect হবে । কিন্তু অন্যান্য পিসি এর সাথে আরও যে পিসি কানেক্ট থাকবে সেগুলো ও দেখা যাবে ও তাদের সাথে ও কানেক্ট হওয়া যাবে । যার ফলে দুরত্ত বৃদ্ধি পাবে ।
তাই আমি বিজ্ঞ ভাই বোন সহ সকলের মতামত ও সাহায্য চাই ।
আমার প্রথম টিউন দেখুন :- ডুয়াল বুট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি
আমি Hasan Rintu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ আইডিয়া। আপনি WI-FI ব্যবহার করে WIRELESS LAN করতে পারেন।
http://en.wikipedia.org/wiki/Wi-Fi