আমি একটু আগেই একটি টিউন এখানে দিয়ে সেটিকে আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগেও প্রকাশ করলাম (লিঙ্ক এখানে)। আশ্চর্য ব্যাপার লক্ষ্য করুন, নিচে দুটি স্ক্রিনশট দিচ্ছি, প্রথমটি ফায়ারফক্সের, অন্যটি ইন্টারনেট এক্সপ্লোরারের। ফায়ারফক্সে স্বাভাবিক স্ক্রিন, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে কিকরে গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখা যাচ্ছে আমার ব্লগ পোস্টের নিচে? কিন্তু, আমি যেই পেজ রিফ্রেশ করলাম, তখন আবার সেটা উধাও হয়ে গেল, আর দেখা যাচ্ছেনা। এটা কেমন ব্যাপার হলো? আপনারা কেউ এই ব্যাপারটা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কি?
আমার প্রশ্নঃ তাহলে কি ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ গুগল এডসেন্স বিজ্ঞাপন দিতে দেবেন আমাদেরকে? সেটারই পরীক্ষামূলক পর্যায় চলছে কি এখন? আমি কি সেই পরীক্ষার একটি প্রিভিউ পেলাম অল্পক্ষণের জন্য? আপনারাও এই ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি রাখুন, নজরে রাখুন কি কি হচ্ছে! যদি ফ্রি ওয়ার্ডপ্রেসে গুগল এডসেন্স আসে, তাহলে টেকটিউনসের পক্ষ থেকে আমরাই যেন আগে খবরটা প্রকাশ করতে পারি।
টিউনারবৃন্দ, সুযোগ যেন হাতছাড়া নাহয়!
স্বাভাবিক ফায়ারফক্স স্ক্রিনশট -
ইন্টারনেট এক্সপ্লোরার স্ক্রিনশট যেখানে গুগল এডসেন্স দেখা যাচ্ছে -
আপডেট:- আবারও দেখতে পেলাম! নতুন পোস্ট প্রকাশ করতেই একবার দেখা যাচ্ছে, পেজ রিফ্রেশ করলেই উধাও... একই ওয়েবসাইটের বিজ্ঞাপন, এবারে টাইটেল আলাদা, দেখুন নতুন স্ক্রিনশট -
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
Mrs.Riya,
Congrates for your success.
আপনার টিউনগুলো পড়ার-তো সময় দেন।একটু সময় নিয়ে টিউন করুন।আপনি তো দিনে গড়ে মনে হয় ৪-৫টা বা তারও বেশি টিউন করছেন যা বেশ ভাল।তবে সময় নিয়ে টিউন করলে মনে হয় আরও বেশি ভাল হবে। আর এতে করে আপনার টিউন-এর মূল্যায়ন হবে। আর আপনার যদি অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে চালিয়ে যান Full speed energy নিয়ে।