আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগে গুগল এডসেন্স কিকরে এলো?

আমি একটু আগেই একটি টিউন এখানে দিয়ে সেটিকে আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগেও প্রকাশ করলাম (লিঙ্ক এখানে)। আশ্চর্য ব্যাপার লক্ষ্য করুন, নিচে দুটি স্ক্রিনশট দিচ্ছি, প্রথমটি ফায়ারফক্সের, অন্যটি ইন্টারনেট এক্সপ্লোরারের। ফায়ারফক্সে স্বাভাবিক স্ক্রিন, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে কিকরে গুগল এডসেন্স বিজ্ঞাপন দেখা যাচ্ছে আমার ব্লগ পোস্টের নিচে? কিন্তু, আমি যেই পেজ রিফ্রেশ করলাম, তখন আবার সেটা উধাও হয়ে গেল, আর দেখা যাচ্ছেনা। এটা কেমন ব্যাপার হলো? আপনারা কেউ এই ব্যাপারটা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কি?

আমার প্রশ্নঃ তাহলে কি ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ গুগল এডসেন্স বিজ্ঞাপন দিতে দেবেন আমাদেরকে? সেটারই পরীক্ষামূলক পর্যায় চলছে কি এখন? আমি কি সেই পরীক্ষার একটি প্রিভিউ পেলাম অল্পক্ষণের জন্য? আপনারাও এই ব্যাপারে একটু সতর্ক দৃষ্টি রাখুন, নজরে রাখুন কি কি হচ্ছে! যদি ফ্রি ওয়ার্ডপ্রেসে গুগল এডসেন্স আসে, তাহলে টেকটিউনসের পক্ষ থেকে আমরাই যেন আগে খবরটা প্রকাশ করতে পারি।

টিউনারবৃন্দ, সুযোগ যেন হাতছাড়া নাহয়!

স্বাভাবিক ফায়ারফক্স স্ক্রিনশট -

ff_screenshot

ইন্টারনেট এক্সপ্লোরার স্ক্রিনশট যেখানে গুগল এডসেন্স দেখা যাচ্ছে -

click to open larger size image

আপডেট:- আবারও দেখতে পেলাম! নতুন পোস্ট প্রকাশ করতেই একবার দেখা যাচ্ছে, পেজ রিফ্রেশ করলেই উধাও... একই ওয়েবসাইটের বিজ্ঞাপন, এবারে টাইটেল আলাদা, দেখুন নতুন স্ক্রিনশট -

CLICK TO OPEN LARGER SIZE

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Mrs.Riya,
Congrates for your success.
আপনার টিউনগুলো পড়ার-তো সময় দেন।একটু সময় নিয়ে টিউন করুন।আপনি তো দিনে গড়ে মনে হয় ৪-৫টা বা তারও বেশি টিউন করছেন যা বেশ ভাল।তবে সময় নিয়ে টিউন করলে মনে হয় আরও বেশি ভাল হবে। আর এতে করে আপনার টিউন-এর মূল্যায়ন হবে। আর আপনার যদি অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে চালিয়ে যান Full speed energy নিয়ে।

    Level 0

    Mrs.Riya, আপনার বিচরণ যে, টেকটিউন ছাড়া অন্য কোথাও আছে সেটা আমার খুব ভাল করে জানা আছে।
    আগের মন্ত্যবতে কিন্তু কোন কিছু ভাবা হয় নি।
    ধন্যবাদ আপনাকে।

আমার কেন যেন মনে হচ্ছে আপনার কম্পিউটার এ্যাডওয়ারে আক্রন্ত :thinking:

Level 0

Mrs.Riya
Wordpress.com-এ গুগোল এডসেন্স ব্যবহার করা যাবে।
আর তা কিভাবে করতে হবে তা নিয়ে টিউন করব চিন্তা করছি। আপনি এবং অন্যান্য টিউনারদের সাড়া পেলে এগিয়ে যাব।

    আমি তো অবশ্যই সবুজ সংকেত জানাবো, আপনি এগিয়ে যান, লিখে ফেলুন, সবার জন্য খুব কার্যকরী হবে তাতে কোনো সন্দেহ নেই।

    @EKH
    ভাইয়া আপনার ‘wordpress.com এ Adsense” পোষ্টটা গেল কই ? আপনার ভূলটার জন্য wordpress.com এ কতক্ষন সময় নষ্ট করলাম । আর আপনি যদি চান wordpress.org এর ব্লগের সাইডবারে ও সহজে Adsense ads দিতে পারেন । এর জন্য পুরো থিম এডিট করার দরকার নেই । cheers……………

    ভাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমি রিয়া আপুর সাথে একমত। সবুজ বাতি জালায় দিলাম ………….. জলদি করেন………..

রিয়া আপু বেশ অবাক লাগলো বিষয়টা আপনি জানেন না দেখে।

http://en.support.wordpress.com/advertising/

ওয়ার্ডপ্রেস ডট কম গুগল অ্যাডসেন্স সাপোর্ট করে না। তবে তাদের সাপোর্ট পেজে পরিষ্কারভাবে লেখা আছে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ নিজে থেকে যে কোনো ব্লগে যেকোনো সময় অ্যাডসেন্স রান করতে পারে। যেহেতু আপনার ব্লগের হিট বেশি, সেহেতু আপনার ব্লগে অ্যাডসেন্স দেখতে পাওয়াটা অস্বাভাবিক কিছু না।

আর যদি চান যে আপনার ব্লগে ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ অ্যাডসেন্স দেখাবে না, তাহলে আপনাকে নো-অ্যাডস আপগ্রেড কিনতে হবে। http://support.wordpress.com/no-ads/

    এই ব্যাপারটা জানি, এই সাপোর্ট পেজ দেখেছি। আমি অবাক হয়েছি কারন আমার ব্লগে কিন্তু হিট বেশি নেই! আমার চাইতে অনেক অনেক বেশি হিট আছে যাদের ব্লগে তাদের ব্লগেও আমি এডসেন্স দেখিনি। কর্তৃপক্ষ বলছে মাঝে মাঝে অল্প সময়ের জন্য এড দেখা যেতে পারে, কিন্তু এতোকাল ওয়ার্ডপ্রেস ব্যবহারে আমি এড দেখলাম না, হঠাৎ করে গতকাল কিকরে দেখলাম? তাই অবাক লাগলো। আরো অবাক লেগেছে কারন আমি প্রতিবার IE’তে বিজ্ঞাপন পেলাম, একবারও Firefox’এ দেখতে পেলাম না।