কোনটা কিনব…? সিম্ফোনি W5 নাকি W10…?

সালাম,

অনেকদিন ধরে ভাবছি, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনব। এক্ষেত্রে সিম্ফনি কমদামের মোবাইলের উপর বেশ নজর কেড়েছে।

এখন চিন্তায় পড়ে গেলাম, কোনটি কিনব? W5 এ আছে 1ghz প্রসেসর, আর w10 এ 800mhz.

W5 এ GPS আর w10 এ A-GPS. আমার GPS নিয়ে অত মাথাব্যাথা নেই, আছে ভিডিও কল/ত্রিজি/প্রসেসর নিয়ে।

৩জি/ভিডিও কল এর ক্ষেত্রে এগিয়ে W10. প্রসেসর নিয়া চিন্তা। আমি চাই স্মুথ ও ফাস্ট ফোন। এক্ষেত্রে w5 এর 1ghz

এর প্রসেসর কি খুব বেশি তফাৎ হয়ে যাবে? র‍্যাম কিন্তু দুটোরই এক। প্লিজ আপনার মুল্যবান মতামত দিয়ে সাহায্য করুন।

ধন্যবাদ।

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ দুটোর কোনটাই ৩জি সাপোর্ট করে না। w10 এর সামনের ক্যামেরা দিয়ে ভিডিও কল সাপোর্ট করে না। অর্থাৎ W5 বা w10 এ ভিডিও কল পাচ্ছেন না। রেজ্যুলেশন এর দিক দিয়ে w10 বেটার কিন্তু প্রসেসরের গতি বিবেচনা করলে w5. এই দুইটার মধ্যে যেটার ডিজাইন আপনার পছন্দ সেটা নিতে পারেন। ধন্যবাদ

    @রহস্যময় অভিযাত্রী: ধন্যবাদ ভাই। W100 ছাড়া একটাতেও ৩জি সাপোর্ট করে না…!! এটা আগে খেয়াল করিনি। কিন্তু আমার বাজেট ১০,০০০ টাকা। ওয়ালট প্রিমিও তে ৩জি আছে, কিন্তু ডিজাইন পুরা-ই খ্যাত মার্কা। এখন কি করব বুঝতে পারছিনা। এদিকে ৩জি টাও লাগে। কারণ দেশে ৩জি এর প্রচলন শুরু হয়ে গেছে। শেষপর্যন্ত কি ৩জি এর স্বাদ নিতে পারবনা…?? 🙁