dvd bootable করার আনেক সফটওয়্যার আছে। আমি অনেক চেষ্টা করছি আমার একটা ডিস্ক থেকে অন্যটি bootable disk করার জন্য। আমি ১ম ডিস্ক থেকে সব ফাইল কম্পিউটারে সেভ করেছি। এখন যেকোনো কতিপয় সফটওয়্যার দিয়ে bootable করতে গেলে, সফটওয়্যার টি আমাকে 'Boot Information file'/ '.bif' ফাইল টা চায়। কিন্তু বুঝতে পারছিনা কোথায় আমি এটা পাব। কোন সহৃদয়বান টেকি বিশেষজ্ঞ ভাইয়ারা পারলে আমার এই সমস্যার সমাধান করে দেন। প্লীজ,,,,,,
আমি এম,এইচ সজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এম,এইচ সজিব। যে কিনা বাংলাদেশি পণ্ডিত।
১। প্রথম ডিভিডিটা Format Factory বা IsoBuster দিয়ে ISO ফাইল তৈরী করুন।
২। সেটা ডিস্কে রাইট করুন।
১০০% বুটেবল হবে।