আমি গতকাল সকালে Windows 8 64bit setup দিয়েছিলাম। কিন্তু কোনো ভাবেই সেটিকে Activate করা যাচ্ছিল না। তাই গতকাল রাতে আমি আবার Windows 7 setup দেই।কিন্তু ভুলে 32bit দিয়ে ফেলি। আমি Windows 7 64bit setup দিতে চাই। যদি আমি এখন Windows 7 64bit setup দেই তবে আমার PC এর কি কোনো সমস্যা হবে। কারণ আমি ২ দিনের ভেতর ৩ বার Windows setup দিতেছি যে তাই আপনাদের জিগ্গাসা করলাম যে এতে আমার PC এর কোনো সমস্যা হবে নাকি।
আমার PC-
Pentium Dual Core Processor E6600 3.06 GHz
Ram - 4 GB
Intel G-42 Express Chipset
Hard Disk- 500GB
আমি আমার PC কিনেছি ২০১১ সালের ডিসেম্বরে।
ধন্যবাদ।
আমি টোনা THE গেমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার মতে আপনার পিসি 32 Bit এর জন্য Perfect